“ওদের সেভাবে দেখাসাক্ষাৎ হয় না, দেখা হলেই করমর্দন করে না; কিন্তু এর অর্থ ওরা পরস্পরের শত্রু, এমন মোটেই নয়।”
Published : 13 Nov 2024, 11:47 AM
নব্বই দশকের হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কাজলের সম্পর্কের রসায়ন চর্চায় এসেছে বার বার। দুজনের বন্ধুত্ব ও খুনসুটি পর্দা এবং পর্দার বাইরেও উজ্জ্বল। তবে কাজলের স্বামী অভিনেতা অজয় দেবগনের সঙ্গে নাকি শাহরুখের সম্পর্ক ‘ভালো নয়’।
এক সাক্ষাৎকারে এই গুঞ্জনের সরাসরি জবাব দিয়েছিলেন কাজল।
পুরনো সেই সাক্ষাৎকার নতুন করে তুলে এনে টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ২০১৫ সালে ‘দিলওয়ালে’ সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন শাহরুখ ও কাজল।
সেই সময়ে কাজল বলেন, “একটা বিষয় আমি পরিষ্কার করে দিতে চাই। হ্যাঁ, ওরা (শাহরুখ ও অজয়) হয়ত বন্ধু নয়। কোনো পার্টিতে ওদের একসঙ্গে মদ্যপান করতে দেখা যায় না। ওরা একসঙ্গে কোনো সিনেমাতেও কাজ করেনি। ওদের সেইভাবে দেখাসাক্ষাৎ হয় না। ওরা দেখা হলেই করমর্দন করে না। এগুলো সবই ঠিক। কিন্তু এর অর্থ ওরা পরস্পরের শত্রু, এমন মোটেই নয়।”
কাজল বলেছিলেন, দিলওয়ালে সিনেমার প্রস্তাব যখন তার কাছে এসেছিল, তিনি কাজটি নিতে প্রস্তুত ছিলেন না। সেই সময় অজয়ও ব্যস্ত ছিলেন, তাই বাচ্চাদের দেখাশোনার জন্য সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিতে চেয়েছিলেন তিনি।
“আজয় বলেছিল, সে তার কাজের সময় আমার কাজের সঙ্গে মানিয়ে নেবে। আমার যে দিন কাজ থাকবে, ও সে দিন বাড়িতে বাচ্চাদের সঙ্গে থাকবে। এর থেকেও বোঝা যায়, শাহরুখের সঙ্গে আমার কাজ করা নিয়ে তার কোনো আপত্তি নেই।”
সম্প্রতি মুক্তি পেয়েছে কাজল অভিনীত সিনেমা ‘দো পাত্তি’। নেটফ্লিক্সে আসা সিনেমাটি সেভাবে সাড়া তুলতে পারেনি।
দীপাবলীতে এসেছে অজয় দেবগন অভিনীত সিনেমা ‘সিংহম এগেইন’। আর শাহরুখ ব্যস্ত আছেন তার আগামী সিনেমা ‘কিং খান’ নিয়ে।