বিজয় দিবসে দুরন্ত টিভিতে ‘আমাদের মুক্তির গান’

বিজয় দিবসে সন্ধ্যা সাড়ে সাতটায় দুরন্ত টিভিতে অনুষ্ঠানটি সম্প্রচার হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2022, 12:24 PM
Updated : 13 Dec 2022, 12:24 PM

ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর দেখতে আসা চার বন্ধুকে একাত্তরের কণ্ঠশিল্পী শাহীন সামাদ জানালো মুক্তিযুদ্ধের সময় প্রেরণাদায়ী ‘দেশের গানগুলোর’ জন্মলগ্নের ইতিহাসের কথা।

কি কি জানলো ওই চারবন্ধু? জানতে হলে দেখতে হবে ‘আমাদের মুক্তির গান’ অনুষ্ঠানটি।

শিশুতোষ টেলিভিশন চ্যানেল ‘দুরন্ত টিভি’তে ‘আমাদের মুক্তির গান’ প্রচারিত হবে ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায়। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আফ্রিনা বুলবুল।

একাত্তরের রণাঙ্গনে যখন যুদ্ধ চলছে, তখন আরেকটি ভিন্ন যুদ্ধে নেমেছিলেন বাংলাদেশের একদল তরুণ সংস্কৃতিকর্মী। একটি ট্রাকে করে শরণার্থীশিবিরগুলোয় যারা ছুটে বেরিয়ে শুধু গান গেয়ে লাড়াই আর মুক্তির সংগ্রামে অনুপ্রাণিত করেছেন মুক্তিকামী মানুষদের।

ওই সংস্কৃতিকর্মীদের সেইসব কর্মকাণ্ডের কাহিনী ফুটে উঠেছে এক মর্মস্পর্শী চলচ্চিত্রে, যার নাম ‘মুক্তির গান’, যেই দলে ছিলেন শাহীন সামাদ।

অনুষ্ঠানে দেখা যাবে শাহীন সামাদের সাথে চার বন্ধুর আড্ডার মধ্য দিয়ে উঠে আসবে ‘বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা’র কর্মকান্ড ও মুক্তিযুদ্ধের সময় গাওয়া গানগুলোর ইতিবৃত্ত। শাহীন সামাদ বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা’র একজন শিল্পী্

বিজয়ের মাসে দুরন্ত টিভিতে আরও প্রচারিত হবে ‘মুক্তিযুদ্ধের কথা’, ‘প্রিয় বাংলাদেশ’ ‘মুক্তি’, ‘আমরা তোমাদের ভুলবোনা’, ’বিজয়ের গল্প’ ও ‘জয়বাংলা’ শিরোনামের কয়েকটি অনুষ্ঠান।