ঈদের দ্বিতীয় দিন থেকে অষ্টম দিন পর্যন্ত প্রতি সন্ধ্যায় ‘মিশন মুন্সিগঞ্জের’ একটি করে পর্ব প্রচার হবে।
Published : 18 Mar 2025, 02:39 PM
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকুর' নতুন সিজন আসছে এবারের ঈদে।
অনিমেষ আইচের পরিচালনায় এবার দেখা যাবে 'ছোটকাকু চ্যাপ্টার টু’ সিরিজের নতুন পর্ব ‘মিশন মুন্সিগঞ্জ’।
গত ১৭ বছর ধরে চ্যানেল আই ঈদ উপলক্ষে এই সিরিজটি প্রচার করে আসছে। এবারও ঈদের দ্বিতীয় দিন থেকে অষ্টম দিন পর্যন্ত প্রতি সন্ধ্যা ৬টা ১০ মিনিটে একটি করে পর্ব প্রচার হবে ‘মিশন মুন্সিগঞ্জের’।
'মিশন মুন্সিগঞ্জ' নিয়ে অনিমেষ আইচ গ্লিটজকে বলেছেন অনেকটা সিনেমার দৃশ্য ধারণের মত করে ‘মিশন মুন্সিগঞ্জের’ শুটিং করা হয়েছে।
“আগে তো নাটকের মত করা হত। এবার বাজেটও অনেক বেশি ছিল। অনেক তারকা এতে অভিনয় করেছেন। গল্পটা থ্রিলার, এবারের গল্পটা বড়দের জন্যও, শুধু শিশুদের জন্য না।"
এবারের পর্বের গল্প নিয়ে এই নির্মাতা বলেন, "দেশের বিভিন্ন স্থানে কয়েকটি খুনের সংবাদে বিচলিত হন ছোটকাকু। ঢাকায় খুন হলেন উকিল, দ্বিতীয় খুন লালমনিরহাটে একজন চিকিৎসক, তৃতীয় খুনটা হল ফেনীতে, একজন রাজনীতিবিদ। অদ্ভুত ব্যাপার হলো, তিনজনই এক সময় মুন্সিগঞ্জে ছিলেন। এসব খুনের রহস্য উদঘাটনে ছোটকাকু ছুটে যান মুন্সিগঞ্জে। কাহিনী জট পাকিয়ে যায়। সেই জট খুলতে দেখা যাবে ছোটকাকু চরিত্রের আফজাল হোসেনকে। এভাবেই এগিয়ে যাবে গল্পটি।"
আট পর্বের এই সিরিজে চারটি গান আছে।
'মিশন মুন্সিগঞ্জ' নিয়ে এবার বেশ প্রত্যাশা রয়েছে এই নির্মাতার।
তিনি বলেন,"গল্পটা নিয়ে আমরা আশাবাদী। আমাদের জায়গা থেকে আমরা যথেষ্ঠ চেষ্টা করেছি ভালো করার। অনেক সময় ধরে শুটিং করেছি, গুণী অভিনয়শিল্পীরা আছেন। সিনেমার মত ট্রিটমেন্টে তৈরি করা হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে। দর্শক পছন্দ করলে ছোটকাকু সামনে আরও বিস্তৃত আকারে আসবে।"
‘মিশন মুন্সিগঞ্জে’ আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, আশনা হাবিব ভাবনা।