প্রতিবছর আলোচনায় নিজেকেই যেন নতুন করে ছাপিয়ে যায় মেট গালা।
Published : 08 May 2024, 01:21 PM
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’র আসর মানেই সুন্দর কিংবা অদ্ভুত ফ্যাশনের এক জমকালো আয়োজন। সোমবার নিউ ইয়র্কের মিউজিয়াম অব আর্টস প্রাঙ্গণে বসেছিল এই ফ্যাশন প্রদর্শনী। প্রতিবছর আলোচনায় নিজেকেই যেন নতুন করে ছাপিয়ে যায় মেট গালা। এবারের পোশাকের থিম ছিল ‘স্লিপিং বিউটি: রিঅ্যাওয়েকেনিং ফ্যাশন’। থিমের এই ভাব্না ঠিক করা হয়েছে কল্পবিজ্ঞান লেখক জে জি বেলার্ডের ‘দ্য গার্ডেন অব টাইম’ গল্প অবলম্বনে।এবারে মেট গালায় দারুণ নজর কাড়েন মার্কিন তরুণ অভিনেত্রী জেনডায়া মারি। তিনি সেজেছিলেন বাগানের থিমের পোশাকে। এছাড়া অভিনেত্রী ডেমি মুর, অভিনেতা কোলম্যান ডোমিঙ্গো, নাইজেরিয়ান-আমেরিকান মডেল উইজডমকে, অভিনেত্রী এবং সংগীতশিল্পী আরিয়ানা গ্র্যান্ডে এবং সিনথিয়া এরিভো, মডেল আনোক ইয়াই , গায়িকা লানা ডেল রে, গায়ক ব্যাড বানিও এবং মডেল জিজি হাদিদ ফ্যাশনে নিজেদের নতুন করে তুলে ধরেছেন।