সাপ্তাহিক একক নাটক হিসেবে শনিবার রাত ৯টা ৫ মিনিটে 'হাত' নাটকটি প্রচার হবে।
Published : 09 Nov 2024, 09:18 PM
মা ও ছেলের জীবন সংগ্রাম নিয়ে নাটক ‘হাত’ দেখান হবে বাংলাদেশ টেলিভিশন-বিটিভিতে।
বিটিভি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাপ্তাহিক একক নাটক হিসেবে শনিবার রাত ৯টা ৫ মিনিটে নাটকটি প্রচার হবে।
এই নাটকে মা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন শিরিন আলম ও সাব্বির আহমেদ।
জুয়েল কবিরের রচনায় ‘হাত’ প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। আরও অভিনয় করেছেন হাফিজুর রহমান সুরুজ, শেখ হান্নান, মাসুদ রানা মিঠু ও তুলি।
নাটকের গল্পে দেখা যাবে, এলাকার দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রতিবাদী যুবক ইসমাইলের দুহাত কেটে নেয় সন্ত্রাসীরা। হাত না থাকার যন্ত্রণা নিয়ে সে জীবন পার করতে থাকে। নিজের জীবন দিয়ে ইসমাইল উপলব্ধি করে মানুষের জীবনে হাতের কী প্রয়োজন।
মায়ের সাহায্যেই জীবন চলে ইসমাইলের। একদিন তার মায়ের হাতে লোহার পেরেক বিঁধে ইনফেকশন হয়ে যায়। ডাক্তার তার মায়ের হাত কেটে ফেলতে বলে। তখন থেকেই শুরু হয় মায়ের হাত বাঁচাকো ইসমাইলের সংগ্রাম।
শাহজামান বলেন, “আমাদের চারপাশে এমন অনেক জীবনযুদ্ধের গল্প শোনা যায়। এমনই ভুক্তভোগী এক পরিবারের গল্পের নাটক 'হাত'।”