এটি মহাকালের ৪৪তম নাট্যপ্রযোজনা।
Published : 27 Dec 2023, 04:44 PM
মহাকাল নাট্য সম্প্রদায় মঞ্চে আনতে যাচ্ছে নতুন নাটক 'সুরেন্দ্র কুমারী'।
নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন আগামী শুক্রবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে।
এ নাটকের রচয়িতা অধ্যাপক আনন জামান, নির্দেশনা দিচ্ছেন শামীম সাগর।
এটি মহাকালের ৪৪তম নাট্যপ্রযোজনা।
১৯৮৩ সালের ১৪ জুলাই মহাকাল নাট্য সম্প্রদায় প্রতিষ্ঠার পর থেকে ৪৩টি প্রযোজনা মঞ্চে এনেছে এবং ইতোমধ্যে প্রযোজনাগুলোর ১ হাজার ১১৫টি প্রদর্শনী হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় নাট্যদলটি।
দলটির দুটি প্রযোজনার শতাধিক মঞ্চায়ন এবং ১টি প্রযোজনার ১৯৯তম মঞ্চায়ন হয়েছে। এখন ৪টি প্রযোজনা নিয়মিতভাবে মঞ্চায়ন হচ্ছে।
এবার নাট্যদলটির নতুন নাটকের তালিকায় যুক্ত হচ্ছে 'সুরেন্দ্র কুমারী'।
এ নাটকের নেপথ্য শিল্পীরা হলেন- আলো ও প্রপস-পলাশ হেনড্রি সেন, কোরিওগ্রাফি-ওয়ার্দা রিহাব, পোশাক- এনাম তারা সাকি, সংগীত- নির্ঝর চৌধুরী, পোস্টার- চারু পিন্টু, মঞ্চ- শামীম সাগর ও পলাশ হেনড্রি সেন এবং মুখবিন্যাস- শুভাশীষ দত্ত তন্ময়, পান্ডুলিপি গবেষণায়- শরীফ নাসরুল্লাহ, নাটকটির প্রযোজনা অধিকর্তা- মীর জাহিদ হাসান।
নাটকে অভিনয় করবেন আবু আজাদ, শুভ্র মানিক, ইকবাল চৌধুরী, পলি বিশ্বাস, শিবলী সরকার, কানিজ ফাতেমা লিসা, চৈতী সাথী, রাজীব দেবনাথ, কাজী তারিফ, স্বপ্নীল, রাকিব হাসান, উইলিয়াম নিক্সন ভিকী, আব্দুল কাইয়ুম, নীলমনি বাবু, কামরুজ্জামান সবুজ, শংকর কুমার ধর ও মীর জাহিদ হাসান।