মাহি এবার রাজনীতিতে

‘রাজনীতি আমি খুব ভালো বুঝি না, সামাজিক, সাংস্কৃতিক কাজের সাথেই থাকতে চাই,’ ভাষ্য তার।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2022, 12:01 PM
Updated : 28 Oct 2022, 12:01 PM

রাজনীতির মাঠে নাম লেখালেন ঢাকাই সিনেমায় নায়িকা মাহিয়া মাহি; দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের।

দুই বছরের জন্য এ দায়িত্ব সামলাবেন তিনি। পাশাপাশি সংগঠনটির রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়কেরও দায়িত্ব পেয়েছেন এ অভিনেত্রী ।

মাহিয়া মাহির জন্মদিন ছিল বৃহস্পতিবার। জন্মদিনের প্রহর আসার ঘণ্টাখানেক আগে নিজের ফেইসবুক ওয়ালে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন লিখে দুটি ছবি পোস্ট করেন এই নায়িকা।

ছবি দুটি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাডের পাতা, যেখানে মাহিয়া মাহিকে এ দুটি পদ দেওয়ার কথা বলা হয়েছে।

গত ২৬ অক্টোবর সংগঠনের সভাপতি ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে তাকে পদ দেওয়ার কথা জানানো হয়।

এ দায়িত্ব পাওয়ার পর মাহি বললেন, "সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকলেও সরাসরি কোনো রাজনৈতিক সংগঠনে কাজ করার ইচ্ছা আপাতত নেই।"

মাহির স্বামী রাকিব সরকার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপ কমিটির সদস্য। আসন্ন সম্মেলনে গাজীপুর বাসন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদেও প্রতিদ্বন্দ্বিতা করছেন রাকিব। স্বামীর পক্ষে প্রচারণায় সক্রিয় দেখা গেছে এ নায়িকাকেও।

মাহি গ্লিটজকে বলেন, "আমি যেহেতু সিনেমার মানুষ, সংস্কৃতিকে ভালোবাসি। এজন্যই মনে হয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের দায়িত্বে থেকে সংস্কৃতির নানা বিষয় নিয়ে কাজ করার সুযোগ হবে।"

ভবিষ্যতে সরাসরি রাজনৈতিক সংগঠনে সক্রিয় হবেন কি না প্রশ্নে তার উত্তর "সামাজিক, সাংস্কৃতিক কাজের সাথেই থাকতে চাই। রাজনীতি আমি খুব ভালো বুঝি না। বঙ্গবন্ধুর আদর্শ, নীতি আমাকে ভীষণ রকম অনুপ্রাণিত করে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেই বিভিন্ন সাংস্কৃতিক কাজে যুক্ত থাকতে চাই।"

অন্তঃসত্ত্বা এ অভিনেত্রী ইদানিং সিনেমার কাজ কমিয়ে দিয়েছেন জানিয়ে বলেন, "বছরে হয়ত একটা সিনেমা করব। ফলে বাকি সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কাজে নিজেকে যুক্ত রাখতে চাই।"

তবে শুধু পদপদবি নয় মাহির জন্মদিন আরও ‘রঙিন’ হয়ে উঠেছে জীবনসঙ্গীর দেওয়া একটি উপহারে। শাড়ি, গয়না বা অন্য কোনো উপহার নয়; সেটি হল রাকিব মাহিকে দিয়েছেন বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ ভাস্কর্য। এটি পেয়ে আপ্লুত এ নায়িকা।

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে রাজশাহীর মেয়ে মাহির।

‘অগ্নি’, ‘কী দারুণ দেখতে, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘ঢাকা অ্যাটাক’, ‘লাইভ’ এর মত বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে ‘যাও পাখি বল তারে’।