হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি এসেছে।
Published : 09 May 2023, 04:41 PM
নরসিংদীর বেলাবো উপজেলায় একটি সাধুর আশ্রমে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তার দাবি জানিয়েছে ১৫টি সাংস্কৃতিক ফেডারেশন।
দাবি পূরণ না হলে আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনগুলো।
মঙ্গলবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মীর মাসরুর জামান রনির বিবৃতিতে বলা হয়, "রোববার বিকেল ৪টায় সাধুসঙ্গে যখন গান বাজনা চলছিল, ঠিক সেসময় এলাকার চিহ্নিত মাস্তান শাহীন শেখ, জাহাঙ্গীর শেখ, শরীফ শেখসহ বেশ কয়েকজন দুষ্কৃতকারী অতর্কিতভাবে আখড়ায় হামলা চালিয়ে বাউলদের বাদ্যযন্ত্র ভাঙচুর এবং বেশ কয়েকজনকে আহত করে।
“আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।"
হামলাকারীদের শাস্তি ও গ্রেপ্তার নিশ্চিত করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিবৃতিতে।
বিবৃতিদাতা সংগঠনগুলোর মধ্যে রয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র, অভিনয় শিল্পী সংঘ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।