নরসিংদীতে সাধুর আশ্রমে হামলা, ভাঙচুর

হামলাকারীরা ধর্মীয় বিধি-নিষেধের কথা বলে শাসায়।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2023, 10:06 AM
Updated : 8 May 2023, 10:06 AM

নরসিংদীর বেলাবো উপজেলায় একটি সাধুর আশ্রমে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গত রোববার বিকালে উপজেলার বাবলা স্টিল ব্রিজের পাশে পুলকিত আশ্রমে সাধুসঙ্গ ও গান-বাজনা চলার সময় এ হামলা ও ভাঙচুর হয় বলে সেখানে থাকা সংগীত শিল্পী রনি জাবালি জানান।

তিনি বলেন, বিকাল ৪টার দিকে স্থানীয় জাহাঙ্গীর শেখ, শাহীন শেখ, শরীফ শেখসহ ছয়-সাতজন মাতাল অবস্থায় সেখানে হামলা চালায় এবং একতারা, ডুগি, হাতবাড়া, খমক, দোতারা, সারিন্দা, তবলা, উকুলেলে, গিটার, বাঁশিসহ সব বাদ্যযন্ত্র ভাঙচুর এবং সাধুদের তাড়া করে।

যার বিরুদ্ধে অভিযোগ, সেই জাহাঙ্গীর শেখের চাচা শেখ ফজলু বলেন, তার ভাস্তে জাহাঙ্গীর এসে তাদের জানান, ওই আখড়ায় তাকে মারধর করা হয়েছে। এ কথা শোনে তারা কয়েকজন ঘটনাস্থলে গেলে আশ্রমে থাকা লোকজন নদীর ওপাড়ে চলে যায়; পরে তারাও চলে আসেন।

বেলাবো থানার ওসি তানভীর আহমেদ বলেন, “ওই এলাকায় মন্দির ভাঙচুর হয়েছে জানিয়ে সোমবার সকালে একজন থানায় ফোন করেন। পরে পুলিশ গিয়ে জানতে পারে, সেখানে ও আশেপাশে কোনো মন্দির নেই। পরে জানা যায়, ওই এলাকার একটি বাগানে দুই মাতাল ঝগড়া লেগে গানের কিছু বাদ্যযন্ত্র ভেঙে ফেলেছে।”

ওসি আরও বলেন, “এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।”