“কেবল অর্থ উপার্জনের তাগিদে কোনো কাজ করার প্রয়োজন অনুভব করি না।“
Published : 25 Oct 2024, 03:20 PM
বলিউডি সিনেমার অভিনেতা অনিল কাপুর দশ কোটি রুপির একটি বিজ্ঞাপনের কাজ ফিরিয়ে দিয়েছেন।
পিঙ্কভিলা লিখেছে, সম্প্রতি পানমশলা এবং গুটখার বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব এসেছিল এই অভিনেতার কাছে। কিন্তু অনিল বলেছেন তিনি এমন কোনো পণ্যের প্রচারে কাজ করবেন না, যা জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলে।
অনিলের ভাষ্য, “কেবল অর্থ উপার্জনের তাগিদে কোনো কাজ করার প্রয়োজন অনুভব করি না। সমাজ এবং মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই বিজ্ঞাপনের এই প্রস্তাব ছেড়ে দিয়েছি।“
৬৭ বছর বয়সী এই অভিনেতা মাপা জীবন যাপন করেন। ধুমপান বা পানমশলার অভ্যাস থেকে তিনি নিজেকে দূরে রেখেছেন। তার ঘনিষ্ঠজনরা বলেছেন, কোনো পার্টিতে সুরাপান করেন না অনিল।
চারদশকেরও বেশি সময়ের এই ক্যারিয়ারে বহু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন অনিল।
তাকে সর্বশেষ দেখা গিয়েছে 'সাভি' সিনেমায়। অ্যাকশন থ্রিলার এই সিনেমাটি পরিচালনা করেছেন অভিনয় দেও। এছাড়াও সামনে এই অভিনেতাকে হৃতিক রোশনের সঙ্গে 'ওয়ার ২' সিনেমায় দেখা যাবে।