ওয়েব সিরিজ ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ মুক্তি দিয়ে ‘ফেলুদা’কে বিদায় দেওয়ার ঘোষণা দিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়।
Published : 20 Dec 2024, 01:26 PM
লেখক-নির্মাতা-আঁকিয়ে সত্যজিৎ রায়ের কালজয়ী চরিত্র ফেলুদা নিয়ে চারটি সিরিজ তৈরির পর এই গোয়েন্দাকে আর কোনো নির্মাণে রাখতে চাইছেন না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের পরিচালক সৃজিত মুখার্জি।
এই ঘোষণায় মুষড়ে পড়েছেন সৃজিতের সিরিজের ফেলুদা চরিত্র করা অভিনেতা টোটা রায় চৌধুরী।
শুক্রবার থেকে হইচইয়ে দেখা যাবে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর।’ আনন্দবাজার লিখেছে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ সিরিজের ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে সৃজিত এই ঘোষণা দেন।
ওটিটির জন্য ফেলুদার চারটি গল্প নিয়ে কাজ করেছেন সৃজিত। ফেলুদার গোয়েন্দাগিরি’ শিরোনামে দুইটি সিজন বানিয়েছেন সৃজিত। এছাড়া ‘ছিন্নমস্তার অভিশাপ’ এবং ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ নিয়েও সিরিজ করেছেন তিনি। এই তিনটি কাজ তিনি করেছেন ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে। আর ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ নিয়ে সৃজিত মাঠে নামেন গত বছর।
সৃজিতের প্রতিটি ফেলুদাতে এই চরিত্রে রূপদান করেছেন টোটা। ফেলু মিত্তিরের দুই ছায়াসঙ্গী জটায়ু ও তোপসে হয়েছেন অনির্বাণ চক্রবর্তী এবং কল্পন মিত্র।
বিদায় নেওয়ার ঘোষণায় সৃজিত বলেন, "এই চারটি ফেলুদা করে আমি আপাতত টাটা বাই বাই করে দিলাম। আমাদের সকলের জন্য এটা অভূতপূর্ব একটা জার্নি ছিল। আমি বিদায় নিচ্ছি ফেলুদা বানানো থেকে।"
বিদায়ের কারণ ব্যাখ্যায়, বাজেট সংকটকে তুলে ধরেছেন সৃজিত।
তিনি বলেন, “ফেলুদা নির্মাণের জন্য যে বড় ক্যানভাস বাছাই করতে হয় সেই বাজেট ওটিটির সিরিজের জন্য পাওয়া যায় না। ফেলুদা চালিয়ে যেতে হলে সৃজিতকে আরও বড় ক্যানভাস বাছাই করতে হবে। বড় মাপের কিছু করা মানে ওটিটির প্রযোজকদের উপরে অযথা চাপ সৃষ্টি করা।“
পরিচালকের এই ঘোষণার পর অনুষ্ঠানে কিছুক্ষণ চুপচাপ বসে থাকতে দেখা যায় টোটাকে।
মন খারাপের কথা জানিয়ে তিনি টোটা বলেন, "সৃজিত যখন আমার উপরে ভরসা দেখিয়েছিল, তখন বাংলা ইন্ডাস্ট্রিতে আমার হাতে কোনো কাজ ছিল না। সৃজিতের জন্য সে সময় কলকাতায় থেকে গিয়েছিলাম।”
অভিনেতা ভাষ্য, সৃজিতের পরিচালনায় তার কাজ যেভাবে দর্শকেরা পছন্দ করেছেন তাতে আশা করেছিলেন, আরও কয়েকটি সিরিজে তিনি ‘ফেলুদা’ হবেন।
টোটা বলেন, "ফেলুদা না করার পিছনে সৃজিতের যে যুক্তি সেটাও অস্বীকার করা যায় না। বাজেটের বাইরে গিয়ে তো আর কাজ করা যায় না।"
এই সিরিজের ঘোষণা এসেছিল গত বছর; শুটিং শুরু হয় চলতি মাসের শুরুতে।
আরও পড়ুন:
'ভূস্বর্গ ভয়ঙ্কর'র ঝলকে ফেলুদা
ফেলুদার 'ভূস্বর্গ ভয়ঙ্কর' নিয়ে সিরিজ আনছেন সৃজিত