বেশ কয়েকজন বিদেশিকে অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্যাতনের অভিযোগ পাওয়ার পর স্থানীয় পুলিশ তদন্ত শুরু করে।
Published : 02 Apr 2025, 02:07 PM
লিবিয়ার মিসরাতা শহরে অভিযান চালিয়ে ২৩ অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির সিআইডি পুলিশ।
অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস।
সেখানে বলা হয়, মিসরাতার আল-গিরান থানায় বেশ কয়েকজন বিদেশিকে অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্যাতনের অভিযোগ পাওয়ার পর সিআইডি তদন্ত শুরু করে। অপহরণকারী চক্রের অবস্থান শনাক্ত করার পর পুলিশ অভিযান চালিয়ে জিম্মিদের মুক্ত করে।
পরে উদ্ধার হওয়া বাংলাদেশি এবং গ্রেপ্তার দুজনকে আল-গিরান থানায় হস্তান্তর করা হয়।
মিসরাতার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে জিম্মিদের উদ্ধার করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস।
সেই সঙ্গে উদ্ধার বাংলাদেশিদের প্রয়োজনীয় আইনি সহায়তা ও সহযোগিতা দিতে দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করার কথা জানিয়েছে।