Published : 16 Dec 2024, 10:16 AM
বড়দিন ঘিরে মুক্তি সামনে রেখে প্রকাশ হয়েছে ফেলু মিত্তিরের গোয়েন্দা গল্প নিয়ে ওয়েব সিরিজ ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’। এই সিরিজে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ফেলুদা হয়েছেন টোটা রায়চৌধুরী। আর দুই সঙ্গী জটায়ু চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে, এছাড়া কল্পন মিত্র হয়েছেন তোপসে।
এছাড়া রজতাভ দত্ত, ঋদ্ধি সেন, শাওন চক্রবর্তী, দেবেশ চট্টোপাধ্যায়, অনিরূদ্ধ গুপ্তও কাজ করেছেন এই সিরিজে। আগামী ২০ ডিসেম্বর থেকে হইচইয়ে দেখা যাবে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর।’
এই সিরিজের ঘোষণা এসেছিল গত বছর। আর শুটিং শুরু হয় চলতি মাসের শুরুতে।
এর আগে ওটিটিতে আগে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ শিরোনামে প্রথমে দুটো সিজন পরিচালনা করেন সৃজিত। ‘ছিন্নমস্তার অভিশাপ’ এবং ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ গল্প অবলম্বনে দুটো সিরিজ তৈরি হয়।
আরও পড়ুন
ফেলুদার 'ভূস্বর্গ ভয়ঙ্কর' নিয়ে সিরিজ আনছেন সৃজিত