“আমি কোনোদিন কোনো বই বের করিনি, অথচ তিনশ গল্প লিখে ফেললাম।“
Published : 27 Feb 2025, 11:30 AM
একুশের বইমেলার শেষ বেলায় এসেছে চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদের প্রথম বই 'জেব্রাক্রসিং'।
বৃহস্পতিবার বিকালে বাংলা একাডেমির সোহরাওয়ার্দী উদ্যানে বইটির মোড়ক উন্মোচন হবে।
মাছরাঙা প্রকাশনীর ৩৫৩ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।
বই প্রকাশের খবর দিয়ে ছটকু আহমেদ গ্লিটজকে বলেন, "আমার জীবনের প্রথম গল্পের বই। আমি কোনোদিন কোনো বই বের করিনি, অথচ তিনশ গল্প লিখে ফেললাম। মনে হয়েছে জীবনের শেষ বয়সে এসে একটা গল্পগ্রন্থ বের করি। সেই চিন্তা থেকেই বইটি বের করা।”
বইটি নিয়ে এই পরিচালক বলেন, "আমার কাছে তো অনেক গল্প লেখা আছে। সেখান থেকে সাতটা ভালো গল্প চূড়ান্ত করে বই বের করলাম। বইটা গোছাতে একটু সময় লেগে গেল। তাই একবারে বইমেলার শেষ মুহূর্তে বইটি প্রকাশ পাচ্ছে।"
‘জেব্রাক্রসিং' নিয়ে এই নির্মাতার ভাষ্য, রাস্তার এপার থেকে ওপারে যেতে যেমন নিরাপদ পারাপার আছে, তেমনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব মানুষের নিরাপদ পারাপারের জন্যে দরকার জেব্রাক্রসিং। সাতটি ছোটো-বড়ো গল্প নিয়ে এই সংকলন।
ছটকু বলেন, "আমার গল্পে বর্ণনার কোনো ঘনঘটা নেই, ভাষার কোনো জটিলতা নেই, নিজেকে পণ্ডিত প্রমাণ করার কোনো বাগাড়ম্বরও নেই। শুধু গল্পটাই আছে। যেটা সবার ভালো লাগবে, কল্পনায় ভাসাবে।"
ছটকু আহমেদ ১৯৭২ সালে ঋত্বিক কুমার ঘটক পরিচালিত 'তিতাস একটি নদীর নাম' সিনেমায় সহকারী পরিচালক হিসাবে চলচ্চিত্রে আত্মত্মপ্রকাশ করেন।
প্রায় তিন শতাধিক সিনেমার কাহিনী, চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন এই নির্মাতা। যার মধ্যে জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমা ও বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার সিনেমাও রয়েছে।
তার উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে 'নাত বৌ', 'গৃহবিবাদ', 'অত্যাচার', 'চেতনা', 'সত্যের মৃত্যু নেই', 'মিথ্যার মৃত্যু', 'বুক ভরা ভালোবাসা', 'বুকের ভিতর আগুন', 'প্রতিবাদী মাস্টার'।
ছটকু আহমেদের সর্বশেষ সিনেমা 'আহারে জীবন'।