মুন্নী বলেছেন, শাড়ির সংখ্যা একটি নয়, ১৫টি, যেগুলো বিভিন্ন অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনের পরনে দেখা গেছে।
Published : 06 Oct 2024, 07:04 PM
দেশের সংগীতের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের কাছ থেকে তার ব্যবহৃত শাড়ি উপহার পেয়েছেন গায়িকা দিনাত জাহান মুন্নী।
উপহারের সঙ্গে আছে সাবিনার হাতে লেখা একটি চিঠিও, যা অমূল্য বলে মনে করছেন মুন্নী।
উপহারের কথা ফেইসবুকে জানিয়ে আপ্লুত মুন্নী বলেছেন, শাড়ির সংখ্যা একটি নয়, ১৫টি। যে শাড়িগুলো বিভিন্ন অনুষ্ঠানে সাবিনার পরনে দেখা গেছে।
আর মুন্নীকে শাড়ির সঙ্গে যে চিঠিটি সাবিনা পাঠিয়েছেন, তাতে তিনি সম্বোধন করেছেন ‘ছোট বোন মুন্নী’ লিখে।
শাড়ি ও চিঠির ছবি মুন্নী পোস্ট করেছেন ফেইসবুকে।
মুন্নীর ভাষ্য,“আমার জীবনে অসংখ্য উপহার পেয়েছি, কিন্তু কিছু উপহার মনে হয় আমার পরিবারের পরবর্তী প্রজন্মের গল্পেও ইতিহাস হয়ে রয়ে যাবে। আজ পেলাম তেমনি উপহার ।
“এই এক লাগেজ শাড়ি উপহার পাঠিয়েছেন কিংবদন্তী সাবিনা ইয়াসমীন।“
মুন্নী জানিয়েছেন, এর আগে স্মৃতি হিসেবে রাখতে সাবিনার কাছে তার ব্যবহৃত কিছু শাড়ি তিনি চেয়েছিলেন।
“তিনি (সাবিনা) ভালোবেসে আমাকে কিছু শাড়ি পাঠাতে চেয়েছিলেন। বল্লাম আমি তার ব্যাবহৃত শাড়ি চাই, যেগুলো পড়ে তিনি গান গেয়েছেন। যেমনি কথা তেমনি তিনি পাঠালেন।
“এই শাড়িগুলো আমার কাছে কতটা আবেগের তা কেবল গানপ্রিয় মানুষরাই বুঝবেন। এই শাড়িগুলোতে লেগে আছে তার স্পর্শ যিনি বাংলাদেশের ঐতিহাসিক প্রায় সকল গানের শিল্পী।যার গান শুনে শিল্পী হবার স্বপ্ন দেখেছিলাম সেই কিংবদন্তী। সাবিনা ইয়াসমিনের শাড়ি আমার পরিধানে - একথা ভাবতেই শিহরিত আমি।“
সাবিনার লেখা চিঠি পড়ার সময় চোখের পানি ধরে রাখা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন মুন্নী।
“এই চিঠি-চিঠি পড়বো কি? আবেগ আর চোখের পানি তো সবই ঘোলা করে দিচ্ছে!!”
চিঠিতে সাবিনা লিখেছেন, “আমার ভালোবাসা স্বরূপ ক্ষুদ্র এই উপহার। দোয়া করি সুস্থ, নিরাপদ সুরময় হোক তোমার জীবন।সাবিনা আপা।“
চিঠির নিচের অংশে ব্র্যাকেটে সাবিনা তার পুরো নাম লিখে তারিখ দিয়েছেন ২৭ সেপ্টেম্বর।
চলতি বছরের শুরুর দিকে কয়েক মাস চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ছিলেন সাবিনা। এখন তিনি ভালো আছেন, চর্চাও চালিয়ে যাচ্ছেন।
২০০৭ সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সাবিনা ইয়াসমিন। পরে চিকিৎসায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে আর গানেও ফিরেছিলেন।