জিনকে স্বাগত জানাতে ল্যুভ জাদুঘরের সামনে হাজির ছিলেন তার হাজারো অনুরাগী।
Published : 16 Jul 2024, 12:45 PM
প্যারিস অলিম্পিকের মশাল হাতে দক্ষিণ কোরীয় ব্যান্ড বিটিএসের সদস্য জিনের ছবি এসেছে সোশাল মিডিয়ায়। মশাল বহনের জন্য ডাকায় আয়োজক এবং অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন বিটিএসের এই সদস্য।
আগামী ২৬ জুলাই অলিম্পিকের পর্দা ওঠার আগে রীতি মেনে এই মশাল বহনের আয়োজন করা হয়েছে। ফ্রান্সের ল্যুভ জাদুঘরের সামনে স্থানীয় সময় রোববার রাত সাড়ে ৮টায় জিন মশাল বহন করেন।
কোরীয় বার্তাসংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, মশাল বহনের পর এক বিবৃতিতে জিন বলেছেন, “মশাল বহনের আয়োজনে অংশ নিতে পেরে আমি ভীষণভাবে সম্মানিত বোধ করছি।”
জিনকে স্বাগত জানাতে সেদিন ল্যুভ জাদুঘরের সামনে হাজির ছিলেন তার হাজারো অনুরাগী। জিনের ছবিসহ প্ল্যাকার্ড হাতে রাস্তার দুধারে তাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
৩১ বছর বয়সী এই সংগীত শিল্পী সামরিক প্রশক্ষিণ শেষে কিছুদিন আগেই বাড়ি ফিরেছেন। বিবৃতিতে জিন বলেছেন, “আমি আর্মিদের (অনুরাগী) ধন্যবাদ জানাই, তাদের জন্যই আজ এখানে এসেছি।”