‘জওয়ান’ সিনেমার একটি লুকের সঙ্গে মিল রেখে শাহরুখের নতুন ছবি ভাইরাল হয়েছে।
Published : 16 May 2024, 08:54 AM
কাজ থেকে কিছুদিন বিশ্রাম চাইলেও ভক্তদের মধ্যে আলোচনায় থাকতে চান বলিউডি তারকা নায়ক শাহরুখ খান। নিজের নতুন লুক দেখিয়ে এই অভিনেতা বলেছেন, ‘আমাকে নিয়ে একটু ভাবুন’।
বলিউড হাঙ্গামা লিখেছে, ‘জওয়ান’ সিনেমার একটি লুকের সঙ্গে মিল রেখে শাহরুখের নতুন ছবি ভাইরাল হয়েছে।
সেই ছবি নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্সে শাহরুখ রসিকতা করে বলেছেন, “একটু ভাবলেন না হয় আমাকে নিয়ে, হাতে সময় আছে তো?“
তবে দাড়িওয়ালা চেহারার এই শাহরুখকেই তার আগামী কাজ ‘কিং’ সিনেমায় দেখা যাবে কি না, সেটি রহস্যেই রেখে দিয়েছেন তিনি।
গেল বছর শাহরুখের ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ মুক্তির পর স্বাভাবিকভাবেই দর্শকদের প্রশ্ন ছিল, তার আগামী কাজ কি?
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, শাহরুখ খানকে এবার পাওয়া যাবে নির্মাতা সুজয় ঘোষের ‘দ্য কিং’ সিনেমায়। এ সিনেমায় শাহরুখের মেয়ে সুহানা খানও কাজ করতে চলেছেন।
কিছুদিন আগে শাহরুখ বলেন, তিনি মনে করেন তার কিছুটা বিশ্রাম প্রয়োজন।
“শেষ সিনেমাগুলোয় প্রচুর শারীরিক পরিশ্রম গেছে আমার। তাই বলছি যে নতুন সিনেমা শুরুর আগে কিছুটা সময় নেব।“
শাহরুখ খান এও বলেছেন, বেশিদিন শুয়েবসে থাকা তার কপালে নেই। শিগগিরই নতুন সিনেমার নাম ঘোষণা করবেন তিনি।
“আগে জুনে শুটিং শুরু করার পরিকল্পনা ছিল। কপাল ভালো যে এখন সিদ্ধান্ত হয়েছে শুটিং শুরু হবে জুলাই বা অগাস্টে। ততদিন পর্যন্ত আমার হাতে কোনো কাজ নেই। একদম ফ্রি আছি বলতে পারেন।“
শাহরুখ বলেছিলেন, তার ইচ্ছা, তার বয়স অনুযায়ী চরিত্রে কাজ করা।
‘দ্য কিং’ মুক্তি পাবে আগামী বছর।