কোনো উৎসবকে কেন্দ্র করে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা।
Published : 24 Jan 2025, 08:39 PM
দুই সপ্তাহ আগে পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে 'বিলডাকিনি' সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছিলেন নির্মাতা ফজলুল কবীর তুহিন।
গ্লিটজকে জানিয়েছিলেন, ২৪ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে শেষ মুহূর্তে আবারও মুক্তি পিছিয়ে গেল সিনেমাটির।
এক বিজ্ঞপ্তিতে নির্মাতা তুহিন জানিয়েছেন, অনিবার্য কারণে বিলডাকিনির মুক্তি স্থগিত করা হয়েছে এবং সচরাচর কোনো তারিখে সিনেমাটি মুক্তি দেওয়া হবে না, যে কোনো উৎসবকে কেন্দ্র করে মুক্তি দেওয়া হবে।
তুহিন বলেন,"অনিবার্য কারণবশত আমরা চলচ্চিত্রটি মুক্তি দিতে পারছি না। দর্শকদের কাছে আমরা বিনীতভাবে ক্ষমাপ্রার্থী। তবে আশা করছি আসন্ন কোন একটি উৎসবকে কেন্দ্র করে উৎসবের সাথেই মুক্তি পাবে ‘বিলডাকিনি’।"
গত বছরের ১৭ জানুয়ারি সেন্সর ছাড়পত্র পেয়েছিল সিনেমাটির। এরপর বেশ কয়েকবার মুক্তির সিদ্ধান্ত নিলেও নানা জটিলতায় মুক্তি দেওয়া হয়নি।
কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে একই নামে তৈরি হয়েছে সিনেমা।
সিনেমার গল্পে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প।
সিনেমার গল্প নিয়ে তুহিন গ্লিটজকে বলেন, "একজন নারী ও তার মাতৃত্বের স্বাধীনতার প্রশ্নে অসম্ভব লড়াইয়ের গল্প এটি। চিরায়ত বাংলার রূপ এই সিনেমায় দেখতে পারবেন দর্শক।"
‘বিলডাকিনি’ সিনেমায় জুটি বেঁধেছেন অভিনেতা মোশাররফ করিম ও কলকাতার নায়িকা পার্নো মিত্র।
এর আগে পোস্টার উন্মোচন অনুষ্ঠানে মোশাররফ করিম বলেন, "এটি আমার একটি প্রিয় সিনেমা। তার প্রধান কারণ হচ্ছে সিনেমার গল্পে আমাদের সমাজের কথা,সমাজের সমস্যার কথা উঠে এসেছে। সমস্যা থেকে উত্তরণের কথাও বলা হয়েছে।
"আমি ব্যক্তিগতভাবে অভিনয় করে সন্তুষ্ট এবং তৃপ্ত। আমি চাই সিনেমাটি সবাই দেখুক। এটা আমাদের দেশের, আমাদের গল্পের সিনেমা।"
বিলডাকিনিতে মোশাররফ অভিনয় করেছেন মানিক মাঝি চরিত্রে। যিনি একজন বাউলের সন্তান।
তার বাবা খুন হওয়ার পর এক লেখকের আশ্রয়ে বড় হয় মানিক। একদিন সেই লেখকও খুন হলে বিনা দোষে জেল খাটতে হয় মানিককে।
অন্যদিকে পার্নোর চরিত্রের নাম হানুফা। গ্রামীণ নারী হনুফার গল্পেই আবর্তিত হয় বিলডাকিনি চলচ্চিত্রের কাহিনি।
গ্রামীণ সমাজের নানা প্রতিকূলতায় হানুফার পাশে দাঁড়ায় মানিক মাঝি।
২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘বিলডাকিনি’ সিনেমার পরিচালক হিসেবে মনজুরুল ইসলামের নাম ছিল; পরে তার বদলে সিনেমাটি তুহিনকে পরিচালনার দায়িত্ব দেন প্রযোজক আবদুল মমিন।
মোশাররফ করিম-পার্নো মিত্র ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, মনোজ প্রামাণিকসহ অনেকে।