সরকারি অনুদানে নির্মিতব্য ‘বিলডাকিনি’ চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নিতে ঢাকায় আসছেন টালিগঞ্জের নায়িকা পার্নো মিত্র।
Published : 01 Dec 2021, 03:50 PM
১৩ ডিসেম্বর ঢাকায় আসছেন এ অভিনেত্রী; তিনি ১৫ ডিসেম্বর থেকে সীমান্তবর্তী জেলা নওগাঁর আত্রাইয়ে সিনেমার দৃশ্যধারণে অংশ নেবেন বলে জানান পরিচালক ফজলুল কবীর তুহিন।
পার্নোর বিপরীতে অভিনয় করছেন মোশাররফ করিম; প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্র জুটি বেঁধে আসছেন তারা।
পার্ণো কলকাতার দৈনিক এই সময়কে বলেন, “এই ছবির প্রস্তাব পাওয়ার পর গল্পটা পড়ে ভালো লাগে। তারপর যখন শুনি মোশাররফ করিমের সঙ্গে কাজ করবো, খুশি হই। তার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে।”
মোশাররফ-পার্নো ছাড়াও এ সিনেমায় গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, মনোজ প্রমাণিক অভিনয় করছেন।
এর আগে বাংলাদেশের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ‘ডুব’ চলচ্চিত্রে অভিনয় করেছেন পার্ণো।
২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘বিলডাকিনি’ সিনেমার পরিচালক হিসেবে মনজুরুল ইসলামের নাম ছিল; পরে তার বদলে সিনেমাটি তুহিনকে পরিচালনার দায়িত্ব দেন প্রযোজক আবদুল মমিন।
তুহিনের পরিচালনায় ‘গাঙকুমারী’ নামে আরেকটি অনুদানের সিনেমায়ও কাজ করছেন মোশাররফ করিম; সিনেমাটির কাজ শেষ পর্যায়ে রয়েছে।