বক্স অফিস কাঁপানো হিন্দি সিনেমা 'স্ত্রী ২' এসে গেছে ওটিটিতে।
Published : 13 Oct 2024, 12:21 PM
চলতি সপ্তাহে দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে 'চক্র' ও 'ত্রিভুজ' নামের সিনেমা ও সিরিজ। এছাড়া বিদেশি ওটিটি প্ল্যাটফর্মে এসেছে বলিউডের 'খিলাড়ি' খ্যাত অভিনেতা অক্ষয় কুমারের দুটি সিনেমা।
এসবের পাশাপাশি বক্স অফিস কাঁপানো হিন্দি সিনেমা 'স্ত্রী ২' ও দেখা যাচ্ছে এই প্ল্যাটফর্মে। চলুন ঢুঁ মেরে আসা যাক ওটিটির সিরিজ ও সিনেমার জগতে।
ভিকি জাহেদের 'চক্র' আইস্ক্রিনে
বৃহস্পতিবার থেকে আইস্ক্রিনে চলছে ওয়েব সিরিজ ‘চক্র’। ভিকি জাহেদের পরিচালনায় এই সিরিজে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিলেন ১৭ বছর আগে। আলোড়ন তোলা সেই ঘটনা কাল্পনিক থ্রিলার রূপে ‘চক্রের’ চিত্রনাট্যে তুলে আনেন পরিচালক ভিকি জাহেদ। ২০ পর্বের ওই সিরিজে অভিনয় করেছেন শাহেদ আলী, মারশিয়া শাওন, একে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহানসহ আরো অনেকে।
তিন দম্পত্তির গল্পের সিনেমা 'ত্রিভুজ'
ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাচ্ছে সিনেমা 'ত্রিভুজ'। তিন শ্রেণির মানুষের জীবনকে এক করে ত্রিভুজ নির্মাণ করেছেন পরিচালক অলোক হাসান। এতে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, ইমতিয়াজ বর্ষণ, ফারিন খান, সোহেল মণ্ডল, মৌসুমি মৌ। ‘ত্রিভুজ’র গল্পে এই শহরের তিন শ্রেণির তিনটি পরিবারকে তুলে ধরা হয়েছে। যাদের জীবন যাপনের ধরন আলাদা। কিন্তু একটি দুর্ঘটনা তাদেরকে এক করে দেয়। বৃহস্পতিবার থেকে দীপ্ত প্লেতে চলছে সিনেমাটি।
অক্ষয়ের দুই সিনেমা এল ওটিটিতে
শুক্রবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে দেখা যাচ্ছে বলিউডি তারকা অক্ষয় কুমার অভিনীত ‘খেল খেল মে’। এই সিনেমার গল্প চার বন্ধু ও তাদের স্ত্রীদের নিয়ে। চিত্রনাট্যে দেখান হয়েছে এক রাতে চার জনের জীবনের সত্যি-মিথ্যার খেলায় ফাঁস হবে একের পর এক গোপন ঘটনা। এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, তাপসী পান্নু, বাণী কাপুর, ফরদিন খান, এম্মি ভির্ক, আদিত্য শীল, প্রজ্ঞা জয়সওয়াল।
তামিল সিনেমার হিন্দি রিমেক ‘সারফিরা’
২০২০ সালের তামিল সিনেমা ‘সুরারাই পত্রুর’ হিন্দি রিমেক হলো ‘সারফিরা’। বেসরকারি উড়োজাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান এয়ার ডিকেনের প্রতিষ্ঠাতা জি আর গোপীনাথের জীবনী নির্ভর এই সিনেমায় অক্ষয় গোপীনাথের চরিত্রে দেখা যাবে। যিনি স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের একটি বিমান সংস্থা তৈরির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ‘সুরারাই পত্রুর’ পরিচালনা করেছেন মূল সিনেমার পরিচালক সুধা কোঙ্গারা নিজেই। ‘সারফিরা’তে আরো অভিনয় করেছেন পরেশ রাওয়াল, রাধিকা মদন এবং সীমা বিশ্বাস। ডিজনি প্লাস হটস্টারে চলছে ‘সারফিরা’।
'স্ত্রী ২' এখন প্রাইম ভিডিওতে
ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে এই সময়ের তুমুল আলোচিত হিন্দি সিনেমা ‘স্ত্রী ২’। শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত এই সিনেমাটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ১৫ অগাস্ট। হরর-কমেডি ঘরানার ‘স্ত্রী ২’র পরিচালক অমর কৌশিক। আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তামান্না ভাটিয়া। সিনেমার চিত্রানট্য লিখেছেন নীরেন ভাট এবং প্রযোজনা করেছে ম্যাডক ফিল্মস।