ওজন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কারণ হল ‘অবসাদ’।
Published : 07 Feb 2025, 11:48 AM
যে কোনো বিষয়ে নিজের মতামত সুস্পষ্টভাবে তুলে ধরতে নাম আছে ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। এক সময়ের ছিমছিমে ফিগারের এই অভিনেত্রী এবার জানালেন তার মুটিয়ে যাওয়ার কারণ।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখা জানিয়েছেন তার ওজন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কারণ হল ‘অবসাদ’। আর অবসাদ তৈরি হয়েছে কাজের অভাবে।
অভিনেত্রীর কথায়, “দীর্ঘ সময় কাজ না থাকলে নিজেকে মেইনটেন করার তাগিদটা নষ্ট হয়ে যায়। দিনের পর দিন যখন ক্যামেরার সামনে দাঁড়াইনি, তখন আমার রাতে ঘুম আসত না। তখন অনলাইনে খাবার আনাতাম, মিষ্টি খেতাম। এভাবেই একদিন দেখলাম জিন্সটা আর ফিট করছে না। আগে শরীর চর্চা, ডায়েট মানতাম। এখন আর সেই ড্রাইভটা পাই না।”
তবে অবসাদ থেকে মুক্তি পেতে ওষুধ খেতে হয় বলে জানিয়েছেন শ্রীলেখা।
তাকে বাড়িঘরের কোনো কাজও করতে হয় না জানিয়ে শ্রীলেখা মিত্র বলেন, “অবসাদ থেকেই সোশাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটিয়েছিলাম। টালিউডের তারকাদের নিয়ে নানা কথা বলেছিলাম। কিন্তু কেন বলেছিলাম কেউ বোঝেননি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুটা আমাকে ভীষণ নাড়া দিয়েছিল। আমাকে লোকজন পার্টিতে, প্রিমিয়ারে ডাকা বন্ধ করে দিয়েছে। আমার কথার ভুল মানে করেন। ”
এই অভিনেত্রীর ভাষ্য, “রাজনৈতিক মতাদর্শের জন্য তাকে কার্যত ভাতে মারা হয়েছিল।”
কিন্তু এ সবের জন্য পরোয়া করেন না বলেও পরিস্কার জানিয়ে দিয়েছেন সাক্ষাৎকারে।
“আগে রাজনৈতিক মিছিলে কারা হাঁটতেন? সৌমিত্র চট্টোপাধ্যায়, মৃণাল সেনরা। এখন কারা হাঁটেন? সোনামণি, ঝিঙ্কুমণিরা। এখানে এখন প্রকৃত শিক্ষিত মানুষের অভাব।”
নব্বই দশক এবং পরবর্তী সময়ে কলকাতার সিনেমা সিরিয়ালের ব্যস্ত অভিনেত্রী ছিলেন শ্রীলেখা। রিয়েলিটি শো ‘মীরাক্কেলের’ অনেকগুলো সিজনে ছিলেন বিচারকের আসনেও। বেশ কয়েক বছর ধরে সব ধরনের কাজে অনিয়মিত হয়েছেন শ্রীলেখা।
কাজ নিয়ে তিনি বলেন, “আমার কাছে সিরিয়াল, যাত্রার অফার এসেছে। এখন সিরিয়ালের মান খুব পড়ে গেছে। লুক আর ফিল মেলাতে পারি না। এই ধরনের যান্ত্রিক কাজ করতে চাই না।”
শ্রীলেখা মিত্রকে আগামীতে মহানগরী সিনেমায় দেখা যাবে বলে শোনা গেছে। আদিত্য বিক্রম সেনগুপ্ত এই সিনেমাটির পরিচালনা করেছেন। এই সিনেমায় বাংলাদেশের অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু কাজ করেছেন।