নাটকটি প্রচার হবে ইউটিউব চ্যানেল গোল্লাছুটে।
Published : 14 Apr 2025, 12:03 PM
এক দম্পতির খুনসুটি এবং তাদের জীবনের নানান মজার ঘটনার গল্প নিয়ে বানানো হয়েছে নাটক ‘ভুল সবই ভুল’।
বাংলা নববর্ষের দিন সোমবার নাটকটি প্রচার হবে ইউটিউব চ্যানেল গোল্লাছুটে।
এতে জুটি বেঁধেছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং সাবিলা নূর; ইমদাদ বাবুর গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম।
বিজ্ঞপ্তিতে নাটকের গল্প নিয়ে পরিচালক মাসরিকুল আলম বলেন,"গল্পটা এক দম্পতির। যাদের মধ্যে দিনরাত খুনসুটি লেগেই থাকে। বিয়ের বছর না যেতেই স্ত্রী সাবিলা নূর অনেকটা বুঝে ফেলেন তার স্বামী হলেন মন ভোলা। এমনকি স্ত্রীর জন্মদিনটা পর্যন্ত সে মনে রাখতে পারেন না তিনি। এমন গল্প নিয়েই নাটক ‘ভুল সবই ভুল’।"
পরিচালক মাসরিকুল আলমের কথায়, "কারো মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাওয়ার মত উপভোগ্য নাটক এটি।”
অভিনেতা অপূর্বর প্রশংসা করে তিনি বলেন, “নাটকে তার কমেডি টাইমিং ছিল খুব দারুণ হয়েছে। দর্শক দেখলে বুঝবেন।"
অপূর্ব-সাবিলা ছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন সুষমা সরকার, শমু চৌধুরী, শামিমা নাজনিনসহ অনেকে।