Published : 26 Jun 2024, 12:33 PM
দক্ষিণী সিনেমার অ্যাকশন দৃশ্যের কাজের ধরন নিয়ে কলকাতা ইন্ডাস্ট্রির কোনো ধারণাই নেই বলে মনে করেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।
এই অভিনেতার ভাষ্য, অ্যাকশন নিয়ে তার চোখ খুলে গেছে নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমা করতে গিয়ে। যেখানে খল নায়কের ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের এই অভিনেতা।
দক্ষিণের এই সিনেমায় কাজ করার কিছু অভিজ্ঞতা শাশ্বত তুলে ধরেছেন কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারের কাছে।
সিনেমায় শাশ্বতর প্রকাশ হওয়া একটি লুক আলোচনায় এসেছে।
শ্বাশত বলেন," খলনায়কের ভূমিকায় অভিনয় করেছি। এর বেশি এখন আর বলতে পারব না। আর দক্ষিণী সিনেমার অ্যাকশন সম্পর্কে কারো কোনও ধারণাই নেই। ছবিতে যে পোশাকে আমাকে দেখছেন সেই পোশাকেরই ওজন পাঁচ কেজি! ওই ভারি পোশাক পরে মারপিট করতে হয়েছে। দিনের শেষে ঘাড় ব্যথা হয়ে যেত।"
৬০০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। পৌরাণিক চরিত্র ‘কল্কি’র ভূমিকায় দেখা যাবে প্রভাসকে। আর দীপিকাকে দেখা যাবে ‘পদ্মা’র ভূমিকায়।
অশ্বথামা’র ভূমিকায় অভিনয় করেছেন অমিতা বচ্চন এবং শাশ্বত ছাড়াও আরেক খলনায়ক হয়েছেন কমল হাসান।
সহঅভিনেতাদের সম্পর্কে শাশ্বত তার পর্যবেক্ষণ তুলে ধরে বলেন, “প্রত্যেক সহ শিল্পীই অসাধারণ। প্রত্যেকে ভীষণ পেশাদার। কাজের বাইরে কিচ্ছু বোঝেন না। শুটিং না থাকলেও কেবল কমল হাসনের কাজ দেখবেন বলে সেটে চলে আসতেন প্রভাস! আমার বেশি দৃশ্য দীপিকার সঙ্গে। দুর্দান্ত অভিনেত্রীর পাশাপাশি দারুণ ভাল মানুষ। বিকেলে শট, কিন্তু সকাল থেকে সেটে বসে। কোনো বিরক্তি নেই!”
তবে শাশ্বতর কথায় প্রশংসা বেশি ঝরেছে কমল হাসানকে নিয়ে।
“কমল হাসানের কথা যত বলব ততই কম। প্রথম দিন তাকে দেখেই আমি আপ্লুত। তার অভিনীত কত কত সিনেমার কথা মনে পড়ে যাচ্ছিল। পায়ে হাত দিয়ে প্রণাম করতে যেতেই হাত চেপে ধরেছিলেন। তারপর ফিসফিস করে আমাকে আর যেন কখনও তার পা না ছুঁই। উনি নাকি এত কিছুর যোগ্যই নন! এত ধীরে কথা বলেন যে মন দিয়ে না শুনলে কথা শোনা দায়। ”
নিজের রাজ্যের সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে দক্ষিণের পার্থক্য কোথায় জানতে চাইলে শাশ্বত বলেন, “ছোট্ট উদাহরণ দিই। বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ উন্নতি করলে বাকিদের মুখ ভার। যে উন্নতি করে তাকে টেনে নিচে নামাতে চায়। দক্ষিণে ঠিক তার উল্টো। এক দিন শুটিংয়ে গিয়ে দেখি, সেটে সবাই ‘আরআরআর’র গান চালিয়ে নাচছেন! কী ব্যাপার? প্রশ্ন করে জানতে পারলাম, আগের রাতে আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত হয়েছে সিনেমাটি। ভোরে সেই খবর পেয়েই আনন্দে আত্মহারা হয়ে সকলে সিনেমার গান চালিয়ে নাচছেন! তাদের বক্তব্য, 'ইন্ডাস্ট্রি সম্মানিত'।"
তাদের আদরযত্ন নিয়ে এই অভিনেতার ভাষ্য, “ অভিনেতাদের স্বাচ্ছন্দ্যের প্রতি ইউনিটের এতটই যত্ন যে প্রত্যেক অভিনেতা নিজে থেকেই ২০০ শতাংশ উজাড় করে দেন। ”
‘কল্কি ২৮৯৮ এডি’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বৃহস্পতিবার।