Published : 21 Feb 2025, 05:17 PM
ভাষাশহীদদের স্মরণে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীতে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী 'মাতৃভাষার চলচ্চিত্র' উৎসব।
উৎসবে বাংলা ভাষার চলচ্চিত্রসহ চাকমা, মারমা, ম্রো বম, গারো, সাঁওতাল ভাষায় নির্মিত ১৫টি সিনেমা দেখানো হবে। এই উৎসবের আয়োজন করেছে জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউট।
চলচ্চিত্র নির্মাতা প্রদীপ ঘোষ বিডিনিউজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, আগামী রোববার ও সোমবার ধানমন্ডির ভিনটেজ কনভেনশন হলে বসবে এই উৎসব।
প্রথম দিন দুপুর ৩টায় উৎসব শুরু হয়ে শেষ হবে রাত ৯টায়; দ্বিতীয় দিনের উৎসব শুরু হবে সকাল ১০টায় এবং রাত ৯টায় শেষ হবে।
দুই দিনব্যাপী এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
আলোচক থাকবেন অধ্যাপক এম এম আকাশ, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এ বি এম শামসুল হুদা, দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের নির্বাহী পরিচালক দিবালোক সিংহ এবং জন-উদ্যোগ জাতীয় কমিটির আহ্বায়ক মুশতাক হোসেন।
এছাড়া সভাপতিত্ব করবেন বান্দরবান পার্বত্য জেলার চিকিৎসক এবং চলচ্চিত্র প্রযোজক মং উষা থোয়াই।
উৎসবে 'রক্তকরবীর খোঁজে নন্দিনী', 'ক্লোবং ম্লা', 'বন্ধন', 'প্রেয়সী', 'গিরিকন্যা', 'ঘরে ফেরা', 'কালারস অব হোপ', 'পৈতৃক ভিটা', 'আধধান্যে জিঙহানি', 'নেকলেস',' আচিক ঐকর', 'ছাতা', 'সেনাপতি দিঘী', 'আরো কিছুদিন', 'নো ল্যান্ডস টক' নামের সিনেমাগুলো দেখান হবে।
চলচ্চিত্র উৎসবের সিনেমাগুলো বিনামূল্যে দেখা যাবে বলে জানিয়েছেন নির্মাতা প্রদীপ।