আইনজীবী বন্দনার ভাষ্য, “বিচ্ছেদের বিবৃতিতে কোথাও বলা হয়নি, তারা ফের সম্পর্কে ফিরবেন না।”
Published : 01 Dec 2024, 09:38 PM
কিছুদিন আগে প্রায় তিন দশকের সংসার জীবনের ইতি টানার খবর দিয়ে আলোচনায় এসেছেন অস্কারজয়ী শিল্পী এ আর রহমান এবং তার স্ত্রী সায়রা বানু। এখন সায়রার আইনজীবী বন্দনা শাহ বলেছেন, এই দম্পতি বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেও ফের তাদের সম্পর্ক টজোড়াও লাগতে পারেট।
আনন্দবাজার লিখেছে, বিচ্ছেদের পরে মন ভার করা পোস্ট দিয়েছিলেন অস্কারজয়ী সুরকার।
তিনি লিখেছিলেন, “অন্তত ৩০টা বছর একসঙ্গে কাটাতে পারলে ভালো হত। কিন্তু এমন পরিসমাপ্তির কথা আমরা কল্পনাও করিনি। হৃদয় ভাঙার ভারে সৃষ্টিকর্তার আসন পর্যন্ত আজ কেঁপে উঠতে পারে। যদিও, এই দুঃখের মাঝেও আমরা জীবনের অর্থ খোঁজার চেষ্টা করছি। “
এই পোস্ট দেখে রহমানের অনুরাগীদের প্রশ্ন, “কোনোভাবেই কি দাম্পত্য জোড়া লাগানো সম্ভব নয়?”
এই প্রশ্নের উত্তর দিয়েছেন সায়রার আইনজীবী বন্দনা শাহ। ফের দম্পতির এক হওয়ার সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি।
বন্দনা বলেন, “সম্পর্ক জোড়া লাগা সম্ভব নয়, এমন কিন্তু বলা হয়নি। দুজনের মন্তব্যে যথেষ্ট স্বচ্ছতা রয়েছে। তারা দুজনেই বিচ্ছেদ নিয়ে যথেষ্ট যন্ত্রণায় রয়েছেন। এই সিদ্ধান্তে আসতে তাদের বেগ পেতে হয়েছে। বিচ্ছেদের বিবৃতিতে কোথাও বলা হয়নি, তারা ফের সম্পর্কে ফিরবেন না।”
কেটে গেল এ আর রহমানের সংসারের সুর
এ আর রহমান তার স্ত্রীর সঙ্গে ২৯ বছরের বৈবাহিক জীবনের ইতি টানার খবর দেন গত ২০ নভেম্বর।
তবে চমকে দেওয়ার মত খবরটি আগে সামনে আসে সায়রার আইনজীবীর এক বিবৃতিতে। পরে রহমান আর সায়রাও জানিয়েছেন যার যার মত আলাদা করে।
ইন্ডিয়া টুডেকে দেওয়া বিবৃতি অনুযায়ী, রহমান এবং তার স্ত্রী অনেক ভাবনা-চিন্তার পর আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একে অন্যের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রেখেই এই সিদ্ধান্ত। দীর্ঘ মানসিক টানাপড়েনের পরই তারা আলাদা হওয়ার কথা ভাবেন।
সায়রার আইনজীবী বন্দনা শাহর বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, “দীর্ঘ বছরের বিবাহিত জীবনের পর মিসেস সায়রা তার স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদ খুবই কঠিন সিদ্ধান্ত ছিল তাদের জন্য। সম্পর্কের নানা মানসিক টানাপড়েনের পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন দম্পতি। একে অপরের প্রতি তাদের গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও, কিছু তিক্ততায় দূরত্ব তৈরি হয়েছে।”
সায়রার আইনজীবী বলেছেন, অত্যন্ত যন্ত্রণায় এই সিদ্ধান্ত নিয়েছেন তার মক্কেল। এই কঠিন সময়ে জনগণের কাছে তাদের ব্যক্তি জীবনের প্রতি গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।
পরে এক্স পোস্টে এআর রহমান ও সায়রা বানুও নিশ্চিত করেছেন বিচ্ছেদের খবর।