রহমানের স্ত্রীর কথায়, সম্পর্কে বেশ কিছু সমস্যায় এই সিদ্ধান্ত। দীর্ঘ বছরের সম্পর্ক ভাঙা কঠিন ছিল তাদের পক্ষেও।
Published : 20 Nov 2024, 05:40 PM
হৃদয় ভেঙ্গে যাওয়ার মতো খবর। যার সুরে অগণিত ভক্ত-শ্রোতা বুঁদ হয়ে থাকেন, সেই এ আর রহমানই কিনা দিলেন সুর কেটে যাওয়ার খবর!
২৯ বছরের সংসার জীবনের ইতি টানার খবর দিয়েছেন অস্কারজয়ী শিল্পী এ আর রহমান এবং তার স্ত্রী সায়রা বানু।
চমকে দেওয়ার মতো খবরটি আগে জানান সায়রার আইনজীবী এক বিবৃতিতে। পরে রহমান আর সায়রাও জানিয়েছেন যার যার মতো করে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রহমানের স্ত্রীর কথায়, সম্পর্কে বেশ কিছু সমস্যায় এই সিদ্ধান্ত। দীর্ঘ বছরের সম্পর্ক ভাঙা কঠিন ছিল তাদের পক্ষেও।
মঙ্গলবার রাতে ইন্ডিয়া টুডেকে দেওয়া বিবৃতি অনুযায়ী, রহমান এবং তার স্ত্রী অনেক ভাবনা-চিন্তার পর আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একে অন্যের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রেখেই এই সিদ্ধান্ত। দীর্ঘ মানসিক টানাপড়েনের পরই তারা আলাদা হওয়ার কথা ভাবেন।
সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহর বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, “দীর্ঘ বছরের বিবাহিত জীবনের পর মিসেস সায়রা তার স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদ খুবই কঠিন সিদ্ধান্ত ছিল তাদের জন্য। সম্পর্কের নানা মানসিক টানাপড়েনের পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন দম্পতি। একে অপরের প্রতি তাদের গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও, কিছু তিক্ততায় দূরত্ব তৈরি হয়েছে।”
সায়রার আইনজীবী বলেছেন, অত্যন্ত যন্ত্রণায় এই সিদ্ধান্ত নিয়েছেন সায়রা। এই কঠিন সময়ে জনগণের কাছে তাদের ব্যক্তি জীবনের প্রতি গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।
পরে এক্স পোস্টে এআর রহমান ও সায়রা বানুও নিশ্চিত করেছেন বিচ্ছেদের খবর।
ওই পোস্টে লেখা হয়েছে, “আশা করেছিলাম যে আমরা ৩০ বছর পূর্ণ করব। তবে সব কিছুরই একটা শেষ আছে। এমনকি এই ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। তবু, এই যন্ত্রণার মধ্যেও আমরা জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করব। জানি না এই ভগ্ন হৃদয় আর কখনও জুড়বে কি না। বন্ধুরা, আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।”
সায়রা বানু এবং এ আর রহমান ১৯৯৫ সালে বিয়ে করেন। তাদের তিন সন্তান। দুই মেয়ে খাতিজা, রহিমা ও ছেলে আমিন।
এদিকে বাবা-মায়ের এই বিচ্ছেদের বিষয়ে দুই মেয়ে খাতিজা ও রহিমা প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
রহিমা একটি আবেগঘন পোস্ট করেছেন, যেখানে বাবা-মায়ের বিচ্ছেদে তার যন্ত্রণা ফুটে উঠেছে তীব্রভাবে।
এআর রহমানের পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, “আমাদের পরিবারের জন্য প্রার্থনা করবেন।”
গায়ক কন্যা খাতিজা ও রহিমা লিখেছেন, “বিষয়টির প্রতি সম্মান ও গোপনীয়তা বজায় রাখলে আমরা খুবই খুশি হব। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।’