এক মাসে ৬ লাখ গাড়ির পদ্মা সেতু পাড়ি, টোল ৭৮ কোটি টাকা

পদ্মা সেতু থেকে টোল আদায় বঙ্গবন্ধু সেতুর চেয়ে বেশি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2022, 03:12 PM
Updated : 3 August 2022, 03:12 PM

পদ্মা সেতু খুলে দেওয়ার পর এক মাসে ছয় লাখ যানবাহন পার হয়েছে, তা থেকে টোল উঠেছে ৭৮ কোটি টাকা।

পদ্মা সেতু থেকে মাসে আদায় হওয়া টোলের পরিমাণ দেশের দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু সেতু থেকে আদায় করা টোলের চেয়ে বেশি।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে পার হয়েছে ৫ লাখ ৮৭ হাজার ২০টি যানবাহন। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৭৮ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪০০ টাকা।

একই সময়ে বঙ্গবন্ধু সেতু পার হয় ৭ লাখ ৮০ হাজার ১০১টি যানবাহন। এই সেতুতে টোল আদায় হয়েছে ৬৬ কোটি ৩২ লাখ ১১ হাজার ৯৫০ টাকা।

রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চল সংযোগকারী বঙ্গবন্ধু সেতু থেকে দক্ষিণাঞ্চল সংযোগকারী পদ্মা সেতুতে টোলের হার বেশি।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পদ্মা সেতুর টোল হার বঙ্গবন্ধু সেতুর টোলের হারের চেয়ে বেশি। এ কারণে পদ্মা সেতুতে টোলও এসেছে বেশি।

“আর বঙ্গবন্ধু সেতু হয়ে অন্যান্য যানবাহনের সঙ্গে প্রচুর পরিমাণ মোটর সাইকেল পার হয়েছে। সেজন্য যানবাহনের পরিমাণ বেশি হয়েছে।”

পদ্মা সেতুতে খোলার পর মোটর সাইকেল নিয়ে ওঠার সুযোগ থাকলেও এক দুর্ঘটনার পর দুদিন বাদেই বন্ধ করে দেওয়া হয়।

Also Read: পদ্মা সেতুতে বাইক নিয়ে সিদ্ধান্ত স্পিড গান-সিসি ক্যামেরা বসানোর পর: প্রতিমন্ত্রী

সেতু কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, জুলাই মাসে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে পার হওয়া ২ লাখ ৯৪ হাজার ৬১২টি গাড়ি থেকে টোল এসেছে ৪০ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। জাজিরা প্রান্ত দিয়ে পার হওয়া ২ লাখ ৯২ হাজার ৪০৮ গাড়ি থেকে আদায় হয়েছে ৩৮ কোটি ১ লাখ ৬৬ হাজার ১০০ টাকা।

গত ২৬ জুন চালুর পর থেকে ২ অগাস্ট মঙ্গলবার পর্যন্ত পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৯২ কোটি ৩৭ লাখ ৭৫ হাজার ৬৫০ টাকা।

পদ্মা সেতু চালুর পর প্রথম দিনই টোল আদায় হয়েছিল দুই কোটি ৯ লাখ টাকার বেশি, দ্বিতীয় দিন দুই কোটি ১৯ লাখ টাকার বেশি টোল আদায় হয়।

এ পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি টোল আদায় হয়েছে কোরবানির ঈদের আগে গত ৮ জুলাই। সেদিন পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে সবচেয়ে ৩১ হাজার ৭২৩টি যানবাহন পার হয়, টোল আদায় হয় ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা।

সবচেয়ে কম যানবাহন পার হয় ঈদের দিন ১০ জুলাই। সেদিন ওই সেতু হয়ে ১১ হাজার ৯৫৪টি যানবাহন পার হয়, টোল আদায় হয় ১ কোটি ৪৬ লাখ ১০ হাজার ৮৫০ টাকা।

সরকার নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করেছেন।

সেতু উদ্বোধনের আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, এই অর্থ সেতু বিভাগকে ধার দিয়েছে সরকার। আগামী ৩৫ বছরে ৩৬ হাজার কোটি টাকা সরকারকে পরিশোধ করবে সেতু বিভাগ।

Also Read: পদ্মা সেতুর ব্যয় উঠে আসবে ২০৫৭ সালে: মন্ত্রী