Published : 15 Jan 2024, 05:02 PM
প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্স আহরণ বাড়াতে সংস্কারের পথ খোঁজার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেছেন, “আমাদের দেশ থেকে অনেক মানুষ চাকরি নিয়ে বৈধপথেই বিদেশে যাচ্ছেন। কিন্তু যে পরিমাণ রেমিটেন্স আসার কথা, তা আসছে না। আমাদের প্রত্যাশা অনুযায়ী রেমিটেন্স ঠিকভাবে আসলে দেশে অর্থনৈতিক সমস্যা থাকত না। চলমান সমস্যা আগেই সমাধান হয়ে যেত।”
সোমবার ঢাকার একটি হোটেলে সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ উদ্যোগে ‘সরকারি আর্থিক ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালায় বক্তব্য দিচ্ছিলেন মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, “রেমিটেন্স বাড়ছে না কেন, আমরা তার খুঁজে বের করার চেষ্টা করছি। আমাদের দেশের অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের পরামর্শ ও মতামত আমরা নিচ্ছি। তাদের যেকোনো পরামর্শ আমরা গ্রহণ করব।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)