শোক দিবসে এনবিআরে বই পড়ে বঙ্গবন্ধুকে স্মরণ

রাজধানীর সেগুন বাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে বই পড়ার এই আয়োজন হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2022, 05:31 PM
Updated : 15 August 2022, 05:31 PM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করতে তাকে নিয়ে লেখা বই পড়ার আয়োজন করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার বঙ্গবন্ধু হত্যার বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয় সংস্থাটি। রাজধানীর সেগুন বাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে বই পড়ার এই আয়োজন হয়।

এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু‘মেন বলেন, সোমবার সকালে শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও বিশেষ দোয়া অনুষ্ঠানে রাজস্ব বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর দেওয়া দিক-নির্দেশনামূলক ভাষণের ভিডিও প্রদর্শন করা হয়।

“এরপর সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত এক ঘণ্টা উপস্থিত সবাইকে বঙ্গবন্ধুর উপর লিখিত একটি করে বই পড়তে দেওয়া হয়।এরপর বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন কর্ম নৈপুণ্যের উপর লিখিত বিভিন্ন বইয়ের যিনি যে অংশ পড়েছেন, সে অংশের উপর আলোচনার পাশাপাশি আত্মবিশ্লেষণ, আত্মোপলব্ধি এবং অভিব্যক্তি প্রকাশ করেন।”

এনবিআর সদস্য বশীর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মু রহমাতুল মুনিম বলেন, “আমাদের দেশের অর্থনীতি, উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে জাতির পিতার আদর্শ হৃদয়ে ধারণ ও লালন করতে হবে।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত হয়।