এটি হবে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের পঞ্চম বাজেট।
Published : 08 May 2023, 11:01 PM
আসছে জুনের প্রথম দিনই আগামী ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের প্রাথমিক সূচি ঠিক করেছে অর্থ মন্ত্রণালয়।
সোমবার অর্থ মন্ত্রণালয়ে বাজেট নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ লক্ষ্য নির্ধারণ করে পরবর্তী কর্মসূচি ঠিক করা হয়।
পরে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাজেট বিষয়ক এ বৈঠকের বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়, যেখানে ১ জুন বাজেট উপস্থাপনের জন্য বাজেটের বইসহ অন্যান্য ডকুমেন্টস প্রকাশের দিনক্ষণ নির্ধারণ এবং দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়।
আগামী অর্থবছরে সাড়ে সাত লাখ কোটি টাকার কিছুটা বেশি ব্যয় বরাদ্দ ধরে বাজেট প্রণয়নের জন্য কাজ করছে অর্থ মন্ত্রণালয় বলে বাজেট কো-অর্ডিনেশন কাউন্সিলেরে বৈঠকের সূত্র ধরে সংবাদ মাধ্যমে খবর এসেছে।
এবারেরটি নিয়ে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল সংসদে পঞ্চম বাজেট উপস্থাপন করবেন। ২০২২ সালের ৯ জুন তিনি ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট সংসদে উপস্থাপন করেন।
রাজস্ব আদায় বাড়ানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আইএমএফসহ উন্নয়ন সহযোগীদের দেওয়া বিভিন্ন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ও উচ্চ প্রবৃদ্ধি বজায় রাখা এবারের বাজেটের মূল চ্যালেঞ্জ হিসেবে থাকছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এগুলো মোকাবিলা ও সমন্বয় করে নির্বাচনের বছরে কীভাবে ব্যয় সমন্বয় করা যাবে তা নিয়ে কাজ করছে অর্থ মন্ত্রণালয়।