এনবিআরের ওপর বাড়ছে কর আদায়ের সেই পুরনো চাপ
চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ১৭ শতাংশ বেশি কর আহরণের লক্ষ্য ঠিক হচ্ছে। এখন পর্যন্ত আদায়ের যে চিত্র সেটির চেয়ে যা ৩০ শতাংশ বেশি হবে; এমন প্রাক্কলন করে একজন অর্থনীবিদের শঙ্কা, তা অর্জন কোনোভাবেই সম্ভব না।