জুলাইয়ের মাঝামাঝিতে আন্দোলন সহিংস রূপ নিলে থমকে যায় দেশ ও অর্থনীতির চাকা।
Published : 12 Aug 2024, 09:44 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে কারফিউ জারির কারণে সারাদেশ ‘স্থবির’ হয়ে পড়লে খাদ্যপণ্য ও কাঁচামালের সরবরাহ পুরোপুরি বন্ধের পাশাপাশি মালমাল নষ্টের প্রভাব পড়ে বাজারে। এর ধাক্কায় অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ১১ দশমিক ৬৬ শতাংশে হয়েছে, যা জুনেও ছিল এক অঙ্কের ঘরে।
গত অর্থবছরের শেষ মাস তথা জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।
রোববার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদনে পাওয়া গেছে মূল্যস্ফীতির এই চিত্র।
গত দুই বছর উচ্চ মূল্যস্ফীতি ভোগালেও নতুন অর্থবছরে উন্নতির আশার বাণীই শুনিয়েছিলেন গণআন্দোলনের মুখে পতন হওয়া শেখ হাসিনা সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। চলতি অর্থবছরের জন্য উচ্চাভিলাষী লক্ষ্যও ঠিক করেছিলেন তিনি। তবে সবকিছুই ওলটপালট হয়ে যায় কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মন্ত্রী গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যের কথা বলেছিলেন দুই মাস আগে তার বাজেট বক্তৃতায়। তবে তার আশা ও উচ্চাভিলাষী লক্ষ্যের দিকে এগোনোর যাত্রা হোঁচট খায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে।
জুলাইয়ের মাঝামাঝিতে আন্দোলন সহিংস রূপ নিলে থমকে যায় দেশ ও অর্থনীতির চাকা।
ফলে অর্থবছরের প্রথম মাসেই তাই খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ১৪ দশমিক ১০ শতাংশ, যা এক মাস আগেও ছিল ১০ দশমিক ৪২ শতাংশ।
বিবিএসের প্রতিবেদন বলছে, জুলাই মাসে গ্রামীণ পর্যায়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৮৯ শতাংশ, যা জুনে ছিল ৯ দশমিক ৮১ শতাংশ।
গ্রামে গত বছরের জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭৫ শতাংশ।
শহর পর্যায়ে জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ২৭ শতাংশ, যা জুনে ছিল ৯ দশমিক ৫৮ শতাংশ। শহরে গেল বছরের জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪৩ শতাংশ।
আন্দোলন-সহিংসতার কারণে জুলাইয়ে সরবরাহ বিঘ্নিত হওয়ায় গ্রামের তুলনায় শহরে খাদ্য মূল্যস্ফীতি ছিল বেশি।
জুলাইয়ে গ্রামে যেখানে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪ দশমিক ০৬ শতাংশ, সেখানে শহরে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ১৪ দশমিক ২২ শতাংশ।
কারফিউয়ের সময় ঢাকার বিভিন্ন বাজারের বিক্রেতারা জানিয়েছিলেন, সহিংসতা ও কারফিউয়ের প্রভাবে বাজারে ক্রেতাশূন্য ছিল বললেই চলে। এতে তাদের অনেক সবজি পচে যায়। এই সময়ে পণ্য আসতে পারেনি সেভাবে, ফলে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে দাম।