এ প্রকল্পের আওতায় ১৯টি সংস্থাকে একটি প্ল্যাটফর্মে আনার কথা। তবে শুরুতে এসেছে সাতটি।
Published : 19 Feb 2025, 02:59 PM
আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজ করতে শুল্কসংক্রান্ত সংস্থাগুলোকে অনলাইনের এক জায়গায় আনার প্রকল্প 'বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’র (বিএসডব্লিউ) মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ইস্যু করা সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিটের (সিএলপি) সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।
আট বছর আগে হাতে নেওয়া এ প্রকল্পের ‘আংশিক’ বাস্তবায়ন করার দেড় মাসের মাথায় এ তথ্য দিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্প পরিচালক জুয়েল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "এনবিআর কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো পদ্ধতি থেকে ইতোমধ্যে স্বয়ংক্রিয়ভাবে ইস্যু করা সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিটের (সিএলপি) সংখ্যা এক লাখের মাইলফলক অতিক্রম করেছে।"
এ প্রকল্পের আওতায় ১৯টি সংস্থাকে একটি প্ল্যাটফর্মে আনার কথা। তবে শুরুতে এসেছে সাতটি।
বিএসডব্লিউর আওতায় আসা বর্তমান সাত সংস্থা হল- পরিবেশ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিস্ফোরক অধিদপ্তর, বাংলাদেশ ন্যাশনাল অথরিটি ফর কেমিকেল উইপনস কনভেনশন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ।
গত ২ জানুয়ারি এ প্রকল্পের আংশিক উদ্বোধন ঘোষণা করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ ফেব্রুয়ারির পর আমদানি ও রপ্তানি পণ্যচালান শুল্কায়নের ক্ষেত্রে অবশিষ্ট ১২টি সংস্থাও এ পদ্ধতিতে অনলাইনে সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট দিতে সক্ষম হবে বলে এনবিআর আশা করছে।
এ ব্যবস্থায় একটি প্লাটফর্মে আমদানি-রপ্তানি পণ্যের জন্য প্রযোজ্য সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) সংক্রান্ত সকল কার্যক্রম সংশ্লিষ্ট সকল সংস্থার মাধ্যমে যুগপৎভাবে অনলাইনে সম্পন্ন করা যাচ্ছে।
সরকারি কাজে ব্যক্তিগত যোগাযোগ দরকার না হওয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হচ্ছে। পণ্য আমাদানি-রপ্তানির ক্ষেত্রে সময় ও ব্যয় হ্রাস পাচ্ছে।
দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে আস্থা সৃষ্টির ক্ষেত্রেও বিএসডব্লিউ সিস্টেম সহায়তা করছে বলে এনবিআরের ভাষ্য।
২০১৭ সালে এনবিআর 'ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো' প্রকল্প চালু করে। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় এখন থেকে এটি বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো নামে পরিচিত হবে।
বলা হচ্ছে, কর ফাঁকি রোধেও এ প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।