২০১৮ সালের প্রজ্ঞাপনে এই ট্রাস্টকে ১০ বছরের জন্য আয়কর অব্যাহতি দেওয়া হয়।
Published : 12 Jan 2025, 07:02 PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গড়ে ওঠা মেমোরিয়াল ট্রাস্টের আয়ের ওপর কর বসাল অন্তর্বর্তীকালীন সরকার।
‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ স্থায়ী বা সঞ্চয়ী আমানতের ওপর অর্জিত সুদ-আয়ের ওপর আয়কর অব্যাহতি পেয়ে আসছিল।
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর এক প্রজ্ঞাপনে বিগত সরকারের আয়কর অব্যাহতি দেওয়া ছয়টি এসআরও বাতিল করেছে; এর মধ্যে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টও ছিল।
২০১৮ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, এই ট্রাস্টকে ১০ বছরের জন্য আয়কর অব্যাহতি দেওয়া হয়।
পরিবর্তিত সময়ে এসে ছয় বছরের মাথায় আগের প্রজ্ঞাপন বাতিল করায় এখন থেকে ট্রাস্টের স্থায়ী বা সঞ্চয়ী আমানতের ওপর অর্জিত সুদ-আয়ের ওপর স্বাভাবিক নিয়মে আয়কর দিতে হবে।
একইভাবে আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনকে (সিআরআই) দেওয়া আয়কর অব্যাহতির সুবিধাও বাতিল করা হয়েছে।
২০১৯ সালের জানুয়ারিতে দেওয়া আগের প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিষ্ঠানটির অনুকূলে প্রাপ্ত দান, অনুদান, ব্যাংক থেকে পাওয়া সুদ এবং কার্যক্রমের মাধ্যমে অন্যান্য উৎসের সব আয়ের ওপর কর অব্যাহতি দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপনটিতে এর মেয়াদ উল্লেখ ছিল না।
একই সঙ্গে ২০১৯ সালে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের নামে গড়া ফাউন্ডেশনকে দেওয়া আয়কর অব্যাহতি সুবিধাও বাতিল করেছে বর্তমান সরকার।
আগের প্রজ্ঞাপনের মাধ্যমে দশ বছরের জন্য ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন’ সব আয় এবং ব্যাংক আমানতের সুদের ওপর আয়কর অব্যাহতি পেয়ে আসছিল।
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে আগের সরকারের আমলে দেওয়া বিভিন্ন অব্যাহতি সুবিধা পর্যবেক্ষণ করে দেখছে; সময়ে সময়ে এর মধ্য থেকে অনেক সুবিধা বাতিলও করছে।
এ তালিকায় আওয়ামী লীগ সরকারের আমলে সরকার ঘনিষ্ঠ ব্যবসা প্রতিষ্ঠান যেমন আছে, রাজনৈতিক ব্যক্তির নামে গড়া সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানও রয়েছে।