আরও সহায়তা চায় বিজিএমইএ
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jun 2019 11:24 PM BdST Updated: 16 Jun 2019 11:24 PM BdST
-
ঢাকার একটি হোটেলে রোববার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হক। ছবি: আসিফ মাহমুদ অভি
-
ঢাকার একটি হোটেলে রোববার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হক। ছবি: আসিফ মাহমুদ অভি
নতুন বাজেটে ৩ শতাংশ নগদ সহায়তা চেয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন- বিজিএমইএ।
রোববার এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রুবানা হক বলেন, “বাজেট ঘোষণার আগে আমরা ৫ শতাংশ নগদ সহায়তা চেয়েছিলাম। অর্থমন্ত্রী ১ শতাংশ দেওয়ার প্রস্তাব করেছেন। সেটা বাড়িয়ে এখন আমরা ৩ শতাংশ করার অনুরোধ করছি।”
“আশা করছি আমাদের এই দাবি মেনেই বাজেট পাস হবে।”
সংবাদ সম্মেলনে বলা হয়, ১ শতাংশ নগদ সহায়তার জন্য প্রস্তাবিত বাজেটে ২ হাজার ৮২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই সহায়তা ৩ শতাংশ করা হলে ৫ হাজার ৬৫০ কোটি টাকা প্রয়োজন হবে।
দেশের পোশাক খাতের ‘নানামুখী চ্যালেঞ্জের’ কথা তুলে ধরে ‘টিকে থাকার স্বার্থে’ নগদ সহায়তা ১ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করতে সরকারকে করেন রুবানা হক।
সংবাদ সম্মেলনে ডলারপ্রতি এক টাকা অবমূল্যায়নও চেয়েছেন বিজিএমইএ সভাপতি।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, গত কয়কে বছরে বাংলাদেশের প্রতিযোগী দেশ ভারত, ভিয়েতনাম, পাকিস্তাসহ বিভিন্ন দেশ ডলারের বিপরীতে তাদের মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন করেছে। সে তুলনায় বাংলাদেশী মুদ্রা টাকার মান অনেক কম কমেছে।
“সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকে থাকার জন্য আমরা এই মূহুর্তে ডলারপ্রতি এক টাকা অবমূল্যায়ন চাচ্ছি।”

ঢাকার একটি হোটেলে রোববার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হক। ছবি: আসিফ মাহমুদ অভি
“এটি করা হলে পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।”
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রোববার আন্ত:ব্যাক মুদ্রাবাজারে প্রতি ডলার ৮৪ টাকা ৫০ পয়সায় বিক্রি হয়েছে। এক বছর আগে এই এই দর ছিল ৮৩ টাকা ৭০ পয়সা।
তবে সার্বিক বিবেচনায় প্রন্তাবিত বাজেট অন্তভুক্তিমূলক, ব্যবসা সহায়ক এবং জনকল্যাণমুখী হয়েছে বলে জানান রুবানা হক।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর সর্বশেষ তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিদায়ী ২০১৮-১৯ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) সময়ে ৩ হাজার ১৭৩ কোটি ৪০ লাখ (৩১.৭৩ বিলিয়ন) ডলারের তৈরি পোশাক পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। যা মোট রপ্তানি ৩৭ দশমিক ৭৫ বিলিয়ন ডলারের ৮৪ দশমিক ০৬ শতাংশ।
এই ১১ মাসে গত অর্থবছরের একই সময়ের চেয়ে পোশাক রপ্তানি বেড়েছে ১২ দশমিক ৮২ শতাংশ। লক্ষ্যের চেয়ে আয় বেড়েছে প্রায় ৭ শতাংশ।
জুলাই-মে সময়ে নিট পোশাক রপ্তানি হয়েছে ১ হাজার ৫৬৮ কোটি ২৪ লাখ ডলারের। প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৫০ শতাংশ। উভেন পোশাক রপ্তানি হয়েছে ১ হাজার ৬০৫ কোটি ১৪ লাখ ডলার: প্রবৃদ্ধি ১৩ দশমিক ১৩ শতাংশ
রাজধানীর গুলশানে আমারি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জ্যেষ্ঠ সহসভাপতি ফয়সাল সামাদ, সহসভাপতি এম এ রহিম, এস এম মান্নান, মশিউল আলম বক্তব্য রাখেন।
-
মূল্যস্ফীতি-ডলার সংকট: প্রকল্প ব্যয়ে ‘সংযত’ হওয়ার পরামর্শ
-
নতুন অর্থবছরের বাজেট পাস
-
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ১৩% ছাড়াল
-
মূল্যস্ফীতি সামলাতে রেপো হার বাড়িয়ে সতর্ক মুদ্রানীতি
-
বিদ্যুৎ খাতের উন্নয়নে সাড়ে ৫১ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
-
পাচার অর্থ ফেরালে দায়মুক্তি থাকছে, স্থাবর-অস্থাবরে বাদ
-
খরচ কমিয়ে সঞ্চয় বাড়ান, পরামর্শ প্রধানমন্ত্রীর
-
বাজেট সহায়তা পেতে আইএমএফের সঙ্গে আলোচনায় বাংলাদেশ
-
মূল্যস্ফীতি-ডলার সংকট: প্রকল্প ব্যয়ে ‘সংযত’ হওয়ার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের
-
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ১৩% ছাড়াল
-
নতুন অর্থবছরের বাজেট পাস
-
মূল্যস্ফীতি সামলাতে রেপো হার বাড়িয়ে সতর্ক মুদ্রানীতি
-
বিদ্যুৎ খাতের উন্নয়নে সাড়ে ৫১ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
-
পাচার অর্থ ফেরালে দায়মুক্তি থাকছে, স্থাবর-অস্থাবরে বাদ
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)