সরকারের সমালোচনা করলেই সব বিরোধী পক্ষের?- এই প্রশ্নে তিনি বলেন, “কিছুই হচ্ছে না, সব নষ্ট হয়ে গেছে, মানে কী?”
Published : 26 May 2024, 09:20 PM
অর্থনীতি ‘দুর্যোগের মধ্যে পড়েছে’ বলে একজন অর্থনীতিবিদের বক্তব্যের প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানতে চেয়েছেন ‘দুর্যোগটা কী’?
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি বলেছেন, “তিনি তো বিরোধী পক্ষের লোক।
রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা আইএমএফের নির্বাহী পরিচালক কৃষ্ণামূর্তি ভেনকাটা সব্রামানিয়ানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখী হয়ে এক প্রশ্নে তিনি এ কথা বলেন।
আলোচনায় আগামী ৬ জুনের প্রস্তাবিত বাজেটে সরকারের অগ্রাধিকার, রাজস্ব আহরণে চিন্তা, ব্যাংকের খেলাপি ঋণ নিয়ে কথা বলেন।
বাজেটের প্রস্তুতি নিয়ে আলাপকালে এক পর্যায়ে কয়েকজন অর্থনীতিবিদদের মূল্যায়নের বিষয়ে অর্থমন্ত্রীর মন্তব্য জানতে চান একজন সাংবাদিক।
‘আইএমএফ সন্তুষ্টির কথা বললেও অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টচার্য তো বলেছেন…’, একজন গণমাধ্যমকর্মীর প্রশ্ন শেষ করতে না দিয়ে মন্ত্রী বলেন, “দেবপ্রিয় কে? আমি তো তাকে চিনি।”
‘ওয়াহিদউদ্দিন মাহমুদ বলছেন, অর্থনীতি ‘দুর্যোগের মধ্যে পড়েছে’, মন্তব্য করেন অন্য একজন সাংবাদিক।
জবাবে মন্ত্রী বলেন, “দুর্যোগটা কী? এর মানে কী আমি তো বুঝলাম না।”
পরে ফের দেবপ্রিয়র প্রসঙ্গে তিনি বলেন, “বিরুদ্ধে বললেই কি সে চ্যাম্পিয়ন হয়ে গেল? দেবপ্রিয় তো বলবেই। উনি তো ওদের লোক।”
-কাদের?
অর্থমন্ত্রী বলেন, “বিরোধী পক্ষের লোক।”
সরকারের সমালোচনা করলেই সব বিরোধী পক্ষের?- এই প্রশ্নে তিনি বলেন, “কিছুই হচ্ছে না, সব নষ্ট হয়ে গেছে, মানে কী?”
বিরোধী পক্ষ যখন ক্ষমতায় ছিল, তখনও তো তারা একই কথা বলত- এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, “না, না, কিন্তু ইয়েটা দেখতে হবে, তার টোনটা দেখতে হবে। কী বলে সেটা দেখতে হবে। সব নষ্ট হয়ে গেল? কিছুই নাই?
‘অর্থনীতির কোন কোন সূচকে আমরা ভালো আছি?’- অর্থমন্ত্রীর কাছে এমন প্রশ্ন ছুড়ে দিলে তিনি বলেন, “না, এটা বলার দরকার নাই। দেখেন।”
আরও পড়ুন: