খাবার দিতে গিয়ে মরদেহ দেখতে পান তার স্ত্রী।
Published : 23 Feb 2023, 07:53 PM
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পাহাড় থেকে এক কৃষকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী পাড়া পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশু চরণ দে (৫৫) পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাটনা পাহাড় এলাকার বাসিন্দা ছিলেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই আবুল ফারেজ জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যে পাহাড় থেকে চরণ দের লাশ উদ্ধার করা হয়, সেটি অনেকটা গহীনে। সাধারণ কোনো রাস্তা নেই ওই পাহাড়ে যাওয়ার।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জুয়েল বলেন, পাহাড়ে পান ও সবজি ক্ষেতে কাজ করতেন চরণ দে। বন্যহাতির আক্রমণ থেকে ফসল রক্ষা করতে সেখানেই একটি মাচা তৈরি করে রাতে থাকতেন তিনি। প্রতিদিন সকালে তার স্ত্রী ভাত ও নাস্তা নিয়ে যেতেন।
“আজ (বৃহস্পতিবার) সকালে তার স্ত্রী খাবার নিয়ে পাহাড়ে যাবার পর শিশু তার গুলিবিদ্ধ লাশ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।”
বুধবার রাত সাড়ে ১০টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত কোনো সময়ে পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের হাতে চরণ দে খুন হয়েছে বলে পুলিশের ধারণা।