হরতালের সমর্থনে নগরীর রাহাত্তারপুল, জামালখানসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো।
Published : 20 Nov 2023, 01:49 PM
সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে চট্টগ্রামের সাতকানিয়ায় তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে।
সোমবার ভোরে উপজেলার কেরানীহাটের উপজেলা মডেল মসজিদ সংলগ্ন এলাকায় দাঁড় করিয়ে রাখা বাসগুলোয় আগুন দেওয়া হয় বলে সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মডেল মসজিদের দক্ষিণে খালি জায়গায় বাসগুলো রাখা ছিল।
“ভোরে সেখানে তিনটি বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বাসের আগুন নেভায়।“
পরিদর্শক আতাউর বলেন, সেখানে একজন পাহারদার ছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, কীভাবে আগুন লাগল তিনি জানেন না।
ঘটনা তদন্ত করে অপরাধীদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান এই পুলিশ পরিদর্শক।
২০১৪ সালের ৫ জানুয়ারি সংসদ নির্বাচনের আগে ও পরে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের বহু ঘটনা ঘটে।
সোমবার হরতালের সমর্থনে চট্টগ্রাম নগরীর রাহাত্তারপুল, জামালখানসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। হরতালে দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও অভ্যন্তরীণ গণপপরিহন ও ব্যক্তিগত যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নগরীর দামপাড়া এলাকার কয়েকটি বাস কাউন্টারের কর্মচারীরা বলেছেন, দিনে তাদের বাস না ছাড়লেও যাত্রীর ওপর নির্ভর করে রাতে বাস ছাড়া হতে পারে।
পাঁচ দফা অবরোধের পর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে বিএনপির ৪৮ ঘণ্টা হরতাল শুরু হয়েছে রোববার সকাল ৬টায়, যা শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়।