“ফাইনালি কেন্দ্রগুলোর অবস্থান এবং কোন কেন্দ্রে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে, সেটার চূড়ান্ত পরিকল্পনা সাজাতে পুলিশের পক্ষ থেকে পুনরায় কেন্দ্রগুলো পরিদর্শন করা হচ্ছে।”
Published : 01 Jan 2024, 04:34 PM
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম নগরীর কেন্দ্রগুলোর নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা দেখছেন না চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়।
তিনি বলেছেন, “সাধারণভাবে আমি বলব, মহানগরীতে যেসব কেন্দ্রের আসন আছে, সেগুলো নিয়ে কোনো শঙ্কার কারণ নেই। একটা জিনিস আমি স্পষ্ট করে দিতে চাই, নির্বাচন ঘিরে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, প্রতিপক্ষ এবং সাধারণ ভোটারদের মধ্যে ভীতি ছড়াতে চান, তাদের বিরুদ্ধে ফৌজদারি আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সোমবার নগরীর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
কৃষ্ণপদ রায় বলেন, “ভোটরদের উদ্দেশে বলতে চাই, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের, আমাদের যে সক্ষমতা আছে, তার বলে আমি বলতে পারি আপনারা নিরাপদ থাকবেন।
“কেউ যদি ব্যত্যয় ঘটাতে চান, তাহলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে, যাতে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের গৃহীত ব্যবস্থার মাধ্যমে অন্যরা সচেতন হয়ে যেতে পারে।”
চট্টগ্রাম নগর পুলিশ প্রধান জানান, এবার নগরীর ৬৬০টি কেন্দ্রে ভোট হবে। এর মধ্যে ৪৪৬টি কেন্দ্রের নিরাপত্তায় অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।
“নগরীর কেন্দ্রগুলো আমাদের কর্মকর্তারা পরিদর্শন করেছেন এবং এগুলো নিয়ে বিভিন্ন পর্যালোচনা হয়েছে। ফাইনালি কেন্দ্রগুলোর অবস্থান এবং কোন কেন্দ্রে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে, সেটার চূড়ান্ত পরিকল্পনা সাজাতে পুলিশের পক্ষ থেকে পুনরায় কেন্দ্রগুলো পরিদর্শন করা হচ্ছে।”
এসময় সিএমপির অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
চট্টগ্রাম মহানগরে ৬৬০ ভোটকেন্দ্রের ৪৪৬টিই ‘অতি গুরুত্বপূর্ণ’