চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৬১টি মামলার পরোয়ানা থাকার কথা জানিয়েছে পুলিশ।
Published : 28 Dec 2023, 11:17 PM
ছয় হাজার কোটি টাকার খেলাপি ঋণের একাধিক মামলার পরোয়ানা থাকা চট্টগ্রামের নুরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে ঢাকার বাড্ডা এলাকা থেকে চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন সিএমপির সহকারী কমিশনার অতনু চক্রবর্ত্তী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, নগরীর কোতোয়ালী, পাঁচলাইশ, পাহাড়তলী ও খুলশী থানায় রতনের বিরুদ্ধে ৬১টি মামলার পরোয়ানা আছে। যেগুলোর মধ্যে ২৬টি সাজা পরোয়ানা।
চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালী জোনের এই সহকারী কমিশনার বলেন, রতন ২০১১ সাল থেকে অগ্রণী, রূপালী, ন্যাশনাল ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে সাড়ে ৬ হাজার কোটি টাকা ঋণ খেলাপি হয়েছেন। বিভিন্ন ব্যাংকের মামলায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞাও দিয়েছেন।
তিনি জানান, রতনকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে মোট কয়টা মামলার পরোয়ানা আছে, কয়টা সাজা এবং মোট কত টাকার ঋণ খেলাপি সেগুলো হিসাব করে দেখছে।