বাগান থেকে ভালো চায়ের বস্তা এনে নিম্নমানের চা ভরা হয়- এমন অভিযোগ পেয়ে অভিযানটি চালানো হয়।
Published : 09 Feb 2024, 11:03 AM
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গুদামে দেড় টন পচা চা পাতা খুঁজে পেয়ে সেগুলো ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার উপজেলার বানুর বাজার এলাকায় আছিব ব্রাদার্স নামে গুদামটিতে এই অভিযান চলে।
চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোডাউনটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। আছিব ব্রাদাসের মালিক আছিবুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”
তিনি জানান, বাগান থেকে ভালো চায়ের বস্তা এনে নিম্নমানের চা ভরা হয়- এমন একটি অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি চালানো হয়।
“কিছু অসাধু ব্যবসায়ীর মাধ্যমে এসব মেয়াদউত্তীর্ণ পচা চা ভোক্তাদের কাছে পৌঁছে যাচ্ছে। এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে”, বলেন তিনি।
অভিযানে বাংলাদেশ চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান এবং সীতাকুণ্ড থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)