শিশুটি পরিবারের সঙ্গে মাইলের মাথা এলাকায় থাকত।
Published : 06 Apr 2024, 05:05 PM
চট্টগ্রামে চুরি হওয়া এক শিশুকে উদ্ধারের পাশাপাশি দুজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুই বছর বয়সী ওই শিশুকে উদ্ধার করা হয়। শুক্রবার চুরির হোতা হেলাল ওরফে জামালকে (৩৬) গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় হেলালের সহযোগী ইব্রাহীমকেও (২৫) ধরা হয়েছে।
বন্দর থানার এসআই কিশোর মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার হেলাল চুরি যাওয়া শিশুটির মা-বাবার পূর্ব পরিচিত। সে নগরীতে অটো রিকশার চালায়। শিশুটির বাবা ভোলায় রিকশা চালায় এবং মা চট্টগ্রাম নগরীতে পোশাক কারখানায় কাজ করে।”
চুরি যাওয়া শিশুটি তার ১৪ ও ৮ বছর বয়সী দুই ভাইসহ মায়ের সঙ্গে মাইলের মাথা এলাকায় থাকেন।
এসআই কিশোর বলেন, গত ৩ এপ্রিল সকালে শিশুটির মা বিলকিস বেগম কারখানায় যাওয়ার পর হেলাল তাদের বাসায় যান। এসময় শিশুটির ১৪ বছর বয়সী বড় ভাই বাসা থেকে বের হলে হেলাল শিশুটি ও তার মেঝ ভাইকে নিয়ে রাস্তায় বের হয়।
“পরে হেলাল শিশুটির মেঝ ভাইকে টাকা দিয়ে কৌশলে দোকানে পাঠিয়ে শিশুটিকে নিয়ে চলে যায়।"
এসআই কিশোর জানান, শিশুটিকে ইব্রাহীমের বাসায় রাখতে চেয়েছিলেন হেলাল। কিন্তু ইব্রাহীমের স্ত্রী অসুস্থ হয়ে যাওয়ায় আর নেয়নি। পরে হেলাল শিশুটিকে বাঁশখালী, সীতাকুণ্ডসহ বিভিন্ন স্থানে নিয়ে রাখার চেষ্টা করেন।
এদিকে ৩ এপ্রিল ইব্রাহীমকে আটকের পর তার দেওয়া তথ্যে হেলালের খোঁজ পায় পুলিশ।
এসআই কিশোর বলেন, “শিশুটির মায়ের মাধ্যমে হেলালের সাথে যোগাযোগ করার পর সে ১ লাখ টাকা দাবি করে। পরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আট হাজার টাকা দেওয়ার পর হেলাল শিশুটিকে বৃহস্পতিবার ফেরৎ দেওয়ার আশ্বাস দেয়।
“গত বৃহস্পতিবার হেলাল শিশুটিকে নিয়ে সল্টগোলা ক্রসিং পর্যন্ত অটো রিকশা ভাড়া করে।”
এসআই কিশোর বলেন, হেলাল পথিমধ্যে ফকিরহাট এলাকায় কৌশলে নেমে চালককে শিশুটির মায়ের ফোন নম্বর দিয়ে পৌঁছে দেওয়ার অনুরোধ করে।
চালক সল্টগোলা ক্রসিং এলাকায় শিশুটিকে তার মায়ের কাছে বুঝিয়ে দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
এঘটনায় অটোচালক আদালতে জবানবন্দি দিয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা কিশোর বলেন, শুক্রবার রাতে নিমতলা এলাকা থেকে হেলালকে গ্রেপ্তার করা হয়।