শিক্ষার্থীদের ‘যৌন হয়রানি’, চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

এ ঘটনায় এক শিশুর বাবার অভিযোগে মাদ্রাসা পরিচালক ওমর ফারুককে আটকে পুলিশে সোপর্দ করে। পরে মামলা হলে ওমর ফারুককে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2023, 10:25 AM
Updated : 14 Nov 2023, 10:25 AM

চট্টগ্রামে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীর বন্দর থানার কলসীদিঘীর পাড় বাদামতলা এলাকার একটি মাদ্রাসায় এ ঘটনায় সোমবার রাতে ওই শিক্ষককে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

গ্রেপ্তার শিক্ষকের নাম ওমর ফারুক (২১)। তার বাড়ি বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নে। তিনি মারকাজুল হুফফাজ মাদ্রাসার আবাসিক শিক্ষক।

বন্দর থানার ওসি সঞ্জয় সিনহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলসীদিঘীর পাড় বাদামতল মোড়ে একটি ভবনের দ্বিতীয় তলায় বাসা ভাড়া নিয়ে আবাসিক মাদ্রাসাটি পরিচালনা করা হয়। সেখানে প্রায় ৫০ জন শিক্ষার্থী রয়েছে।

তিন আবাসিক শিক্ষার্থীকে যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগ উঠে ওমর ফারুকের বিরুদ্ধে।

এ ঘটনায় এক শিশুর বাবার অভিযোগে মাদ্রাসা পরিচালক ওমর ফারুককে আটকে পুলিশে সোপর্দ করে। পরে মামলা হলে ওমর ফারুককে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।

পুলিশ জানায়, গত ২০ অক্টোবর রাতে ও ৩ নভেম্বর সকালে শিক্ষক ওমর ফারুক মাদ্রাসার ১২ বছর বয়সী এক আবাসিক ছাত্রকে ডেকে তার রুমে নিয়ে তাকে হাত-পা টিপতে বলেন। পরে তাকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ।

ওই শিক্ষার্থী ঘটনাটি তার বাবাকে জানানোর পর মাদ্রাসা পরিচালককে জানান। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি যৌন হয়রানির বিষয়টি স্বীকার করেন। তখন পুলিশ ডেকে তাকে ধরিয়ে দেওয়া হয়।