এবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি; স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
Published : 30 Nov 2023, 07:34 PM
পতাকাশোভিত গাড়িতে চড়ে ও পুলিশ প্রহরায় এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন চট্টগ্রাম- ১২ (পটিয়া) আসনের এই সংসদ সদস্য। এবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি; স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দুপুরে কয়েকটি গাড়িতে নেতাকর্মীদের সাথে নিয়ে আদালত ভবন এলাকায় আসেন সামশুল। তিনি যে গাড়িতে ছিলেন সেটায় ছিল জাতীয় পতাকা; ছিল পুলিশ প্রহরাও।
মনোনায়ন জমা দিয়ে বের হলে সামশুলের কাছে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চান সাংবাদিকরা।
জবাবে সামশুল হক চৌধুরী বলেন, “জয়-পরাজয় আল্লাহ ও জনগণের হাতে। আমি ১৫ বছর পটিয়ায় উন্নয়নমূলক কাজ করেছি। জনগণ ভোটে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করুক, যেটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন। উৎসবমুখর ভোট হতে হবে। সেজন্য আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
“পটিয়ায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য আমি প্রার্থী হয়েছি। পটিয়াবাসীর প্রতি অনুরোধ করব, তারা সবাই যাতে নির্বাচনের দিন কেন্দ্রে এসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।”
পতাকা শোভিত গাড়িতে করে মনোনয়ন জমা দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে সামশুল হক চৌধুরী বলেন, “এটা ১৭ তারিখের পর আমি শুধু জাতীয় পতাকা ও প্রটোকল নিয়ে আমার নির্বাচনী এলাকায় ঢুকতে পারব না।”
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশনা সাংবাদিকরা তুলে ধরলে সামশুল বলেন, “প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আমি শুধু আমার নির্বাচনী এলাকায় প্রটোকল পাব না, পতাকা পাব না। আমি এই পাঁচ বছরে সরকারি গাড়িতে চড়িনি। তেলও ব্যবহার করিনি। বা চালকও নিইনি। সুতরাং পতাকা ও প্রটোকল বন্ধ হবে আমার এলাকায় ঢুকলে।
“তফসিল ঘোষণার পর আচরণবিধি যদি কার্যকর হয়, তাহলে আমি এখনো পতাকা নিয়ে আমার এলাকায় ঢুকি নাই। এখনো আমাকে কিছু জানানো হয়নি। জানালে আর পতাকা নিয়ে ঢুকব না।”
এ বিষয়ে জানতে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে ফোন করা হলে তিনি ধরেননি।
চট্টগ্রাম-১২ আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।