চট্টগ্রামের বাঁশখালীতে জমি নিয়ে চাচা-ভাতিজার ঝগড়া থামাতে গিয়ে এক রিকশা চালক খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনছুরিয়া বাজারে শনিবার রাতে এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানান বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন।
নিহত রিকশা চালক কোরবান আলী (৩৮), আহত তিনজন এবং হামলাকারী জমির উদ্দিন ওরফে কালু একই এলাকার বাসিন্দা।
ওই ঘটনায় হামলাকারী কালুকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ওসি কামাল উদ্দিন বলেন, পাহাড়ি খাস জমি নিয়ে দুরসম্পর্কের চাচা আবু সৈয়দের সাথে কালুর ঝগড়া বেঁধেছিল।
“ঝগড়ার এক পর্যায়ে দা নিয়ে চাচার দিকে তেড়ে যায় কালু। সেখানে উপস্থিত কোরবান আলী তখন তাদের ঝগড়া থামানোর চেষ্টা করে। সেই কথায় ক্ষিপ্ত হয়ে কালু তখন কোরবান আলীকে কুপিয়ে জখম করে, পাশাপাশি আরও তিন জনকেও আঘাত করে।”
প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কোরবান আলীকে মৃত ঘোষণা করে।