চট্টগ্রামে কোভিড শনাক্তের হার বেড়ে ৩৭%

গত ২৪ ঘণ্টায় ৯১ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের কোভিড শনাক্ত হয়েছে চট্টগ্রাম জেলায়।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2022, 05:56 AM
Updated : 6 Oct 2022, 05:56 AM

চট্টগ্রাম জেলায় নমুনা পরীক্ষার বিপরীতে কোভিড রোগী শনাক্তের হার বেড়ে ৩৭ শতাংশে উঠেছে।

সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯১ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে এ জেলায়।  

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক দিনে শনাক্তের হার বেড়ে ৩৭ দশমিক ৩৬ শতাংশ হয়েছে। শনাক্ত রোগীদের মধ্যে ৩১ জনই নগরীর বাসিন্দা।

এর আগে বুধবার শনাক্তের হার ছিল ১৮ দশমিক ১৮ শতাংশ। সেদিন ২২ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।

তার আগে মঙ্গলবার শনাক্তের হার ছিল ২১ দশমিক ১৮ শতাংশ (শনাক্ত ২৫ জন), সোমবার ১৮ দশমিক ৬২ শতাংশ (শনাক্ত ১৯ জন) এবং রোববার ৮ দশমিক ৩৩ শতাংশ (শনাক্ত ১১ জন)।

গত অগাস্ট মাসে চট্টগ্রাম জেলায় দৈনিক কোভিড শনাক্তের হার শূন্যের ঘরে নেমেছিল।   ১৮ অগাস্টের প্রতিবেদনে বলা হয়েছিল, আগের ২৪ ঘণ্টায় জেলায় ১২৯ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে কোভিড শনাক্ত হয়নি।

তারও আগে ২৯ মে পর্যন্ত আগের দুই মাস চট্টগ্রাম ছিল কোভিডমুক্ত। ১১ জুন থেকে ধীরে ধীরে আবার সংক্রমণ বাড়তে থাকে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে শনাক্তের হার ২০ শতাংশ ছাড়িয়ে যায়।

ওই মাসে জেলায় কোভিডে তিনজনের মৃত্যু হয়। মধ্য জুলাই থেকে শনাক্তের হার আবার কমতে শুরু করে। এখন তা আবার বাড়ছে।

মহামারীর শুরু থেকে জেলায় ১ লাখ ২৯ হাজার ৯৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯৪ হাজার ১২১ জন নগরীর বাসিন্দা। বাকি ৩৪ হাজার ৯৭৫ জন উপজেলাগুলোর বাসিন্দা।

বৃহস্পতিবার পর্যন্ত জেলায় মোট ১৩৩৭ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা ছিলে।

আরও পড়ুন

Also Read: চট্টগ্রামে কোভিড ও ডেঙ্গু দুটোই বাড়ছে

Also Read: চট্টগ্রামে বাড়ছে কোভিড শনাক্তের হার

Also Read: চট্টগ্রামে ডেঙ্গুতে আরেক মৃত্যু

Also Read: চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, দিনে শনাক্ত ৩৩

Also Read: ডেঙ্গু: চট্টগ্রামে এক দিনে ৩ মৃত্যু, মশক নিধন কার্যক্রম নিয়ে প্রশ্ন

Also Read: চট্টগ্রামে ডায়রিয়া কমছে, বাড়ছে ডেঙ্গু