চট্টগ্রামে বাড়ছে কোভিড শনাক্তের হার

জেলায় গত এক দিনে ২৫ জনের নমুনায় এ ভাইরাস শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2022, 11:40 AM
Updated : 30 Sept 2022, 11:40 AM

চট্টগ্রাম জেলায় আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাস শনাক্তের হার।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ২৫ জনের নমুনায় এ ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ জন নগরীর এবং বাকি ১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

দিনে শনাক্তের হার বেড়ে ১৭ দশমিক ৯৮ শতাংশ হয়েছে বলে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান।

আগের ২৪ ঘণ্টায় ২২ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, তাতে শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৭৬ শতাংশ।

অগাস্টে চট্টগ্রামের কোভিড শনাক্তের হার শূন্যে নেমে এসেছিল। ১৮ অগাস্টের প্রতিবেদনে আগের ২৪ ঘণ্টায় জেলায় ১২৯ জনের নমুনায় কারো শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়নি।

এরও আগে ২৯ মে পর্যন্ত আগের দুই মাস চট্টগ্রাম ছিল করোনাভাইরাসহীন। ১১ জুন থেকে ধীরে ধীরে আবার শনাক্ত বাড়তে থাকে। জুলাই মাসের মাঝামাঝিতে শনাক্তের হার ২০ শতাংশ ছাড়ায়। ওই মাসে জেলায় তিনজনের মৃত্যু হয়। মধ্য জুলাই থেকে শনাক্তের হার আবার কমতে থাকে।

মহামারীর শুরু থেকে জেলায় ১ লাখ ২৮ হাজার ৯৫৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯৪ হাজার ১১ জন মহানগরের বাসিন্দা। বাকি ৩৪ হাজার ৯৪৩ জন বিভিন্ন উপজেলার।

শুক্রবার পর্যন্ত জেলায় মোট এক হাজার ৩৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জনই মহানগরের বাসিন্দা।