নাফ নদীর তীরে গুড়ের বস্তায় ২ কেজি সোনার বার

টেকনাফে নাফ নদীর তীরে এক ব্যক্তি বস্তা নিয়ে যাওয়ার সময় শুল্ক গোয়েন্দা ও কোস্টগার্ডের সদস্যদের দেখে বস্তা ফেলে পালায়।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2022, 03:37 PM
Updated : 25 Sept 2022, 03:37 PM

টেকনাফে নাফ নদীর কাছে এক ব্যক্তির ফেলে যাওয়া বস্তা থেকে দুই কেজির বেশি ১৩টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কোস্টগার্ড।

শনিবার গভীর রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বড়ইতলী সংলগ্ন নদীর তীরে গুড়ের বস্তার ভেতর থেকে এসব সোনার বার উদ্ধার করার কথা জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, নদীর তীরে এক লোক বস্তা নিয়ে যাওয়ার সময় শুল্ক গোয়েন্দা ও কোস্টগার্ডের সদস্যদের দেখে বস্তা ফেলে প্যারাবনের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় বস্তাটি উদ্ধার করে সেখানে গুড়ের ভেতর ১৩টি সোনার বার পাওয়া যায়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. বশির আহমদ জানান, উদ্ধার করা প্রতিটি সোনার বারের ওজন ১৬৬ গ্রাম হিসেবে ১৩টির ওজন দুই কেজি ১৫৮ গ্রাম এবং আনুমানিক মূল্য এক কোটি ৫২ লাখ টাকা।

এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।