অগ্নিকাণ্ডের কারণে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
Published : 23 Jul 2023, 09:03 PM
চট্টগ্রাম নগরীর মুরাদপুরে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে।
রোববার বেলা পৌনে ৪টার দিকে এন মোহাম্মদ কনভেনশনের কাছে অবস্থিত ‘মুরাদপুর ৩৩/১১ কেভি সাব স্টেশনে’ আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
আগুনে উপকেন্দ্রের সরঞ্জাম পুড়ে আশেপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ওই সাব স্টেশনের বৈদ্যুতিক প্যানেল বোর্ড এবং ব্রেকার ইন্সুলেশন আগুনে পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের পর মুরাদপুর, বহদ্দারহাটসহ আশেপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাত পর্যন্ত ওই এলাকার অনেক ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি কালুরঘাট অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ ঠিকা রাখা হচ্ছে।
অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিয়ে তিনি বলেন, “সাব স্টেশনের ব্রেকার ইনসুলিশন ফেলিউর হয়েছে। আগুনে ব্রেকারটি পুড়ে গেছে। পুড়ে যাওয়া ব্রেকারটি পাল্টাতে হবে।”
আগুনে ওই উপকেন্দ্রের সাত লাখ টাকার সরঞ্জাম পুড়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।