হত্যার পরপরই দুজন পালিয়ে গিয়েছিল।
Published : 07 Feb 2024, 07:56 AM
চট্টগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে খুনের ঘটনায় প্রধান আসামি ও তার ছেলেকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম জসীম উদ্দিন।
মঙ্গলবার বিকালে ভৈরব থেকে ৫০ বছর বয়সী জসীমের পাশাপাশি গ্রেপ্তার করা হয় তার ছেলে মো. রাহাতকেও।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) মাঈনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যার পরপরই দুজন পালিয়ে গিয়েছিল।
তিনি জানান, রোববার দুপুরে পাহাড়তলী থানার মধ্যম সরাইপাড়া এলাকায় হাজী আশরাফ আলী মাদ্রাসা এলাকায় মোহাম্মদ হোসেন ও জসীমের মধ্যে কথাকাটাকাটি হচ্ছিল। পরে হাতাহাতিতে রূপ নেয় বিরোধ। এক পর্যায়ে ছুরিকাঘাতে মৃত্যু হয় হোসেনের।
এ ঘটনায় জসীম, রাহাতসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, নিহত হোসেন ও জসীমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। দুজনই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। গত ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর হয়ে কাজও করেন তারা।
হোসেন নির্বাচনে একটি কেন্দ্রের দায়িত্বে ছিলেন। ওই নির্বাচনের টাকা ভাগাভাগি নিয়ে দুই জনের সম্পর্কের অবনতি হয়। সেই টাকা নিয়ে হোসেনের সঙ্গে জসীমের কথা কাটাকাটি হচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)